অস্থিতিশীলতা সৃষ্টিকারীদেরকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে
https://parstoday.ir/bn/news/iran-i95678-অস্থিতিশীলতা_সৃষ্টিকারীদেরকে_অবশ্যই_মধ্যপ্রাচ্য_ছাড়তে_হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি বলেছেন, যারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে তাদেরকে অবশ্যই এ অঞ্চল ছাড়তে হবে। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে আজ (রোববার) এক বৈঠকে তিনি এ কথা বলেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৮, ২০২১ ২০:২২ Asia/Dhaka
  • জিয়াদ আন-নাখালা (বামে) ও ড. আলী আকবর বেলায়েতি
    জিয়াদ আন-নাখালা (বামে) ও ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি বলেছেন, যারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে তাদেরকে অবশ্যই এ অঞ্চল ছাড়তে হবে। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে আজ (রোববার) এক বৈঠকে তিনি এ কথা বলেন। 

ড. বেলায়েতি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ যারা তাদেরকে এখান থেকে অবশ্যই সরাতে হবে। পাশাপাশি তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গাজার যোদ্ধাদের সাম্প্রতিক বিজয়কে প্রতিরোধ ফ্রন্টের জন্য মূল্যবান ঘটনা বলে মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিরোধ সংগ্রামের পথ হৃদয়গ্রাহী ও বর্ণনাতীত অর্জন এনে দিয়েছে এবং নিপীড়িত ফিলিস্তিনি জাতি ও মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য বিজয় এনে দিয়েছে।

ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে এসব রকেট ব্যবহার করেছে গাজার প্রতিরোধ যোদ্ধারা

ড. বেলায়েতি জোরালো আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিরোধ ফ্রন্ট মর্যাদা এবং সম্মানের এই পথচলা অব্যাহত রাখবে।

বৈঠকে জিয়াদ আন-নাখালা বলেন, ইরান সবসময় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে সমর্থন দিয়েছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন বিশেষ করে ইসলামি জিহাদ আন্দোলন আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী এবং তারা তাদের সে শক্তি দেখিয়ে দিয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার মুখে ইরান ফিলিস্তিনি জনগণের প্রতি সাহসের সঙ্গে সবসময় যে সমর্থন দিয়ে এসেছে তার প্রশংসা করেন জিহাদ আন্দোলনের মহাসচিব।#

পার্সটুডে/এসআইবি/৮