তেহরানে অনুষ্ঠিত পবিত্র মহররমের শোকানুষ্ঠান
https://parstoday.ir/bn/news/iran-i95908-তেহরানে_অনুষ্ঠিত_পবিত্র_মহররমের_শোকানুষ্ঠান
রাসূল (স.)'র প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের স্মরণে সমগ্র ইরান জুড়ে এখন চলছে পবিত্র মহররমের শোকানুষ্ঠান। এবার মহামারি করোনার কারণে খোলা আকাশের নিচে মুহররম অনুষ্ঠান পালনের সরকারি নির্দেশনার কারণে তেহরানসহ সমগ্র ইরানজুড়ে খোলা আকাশের নিচে শোকানুষ্ঠান পালিত হচ্ছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ১৪, ২০২১ ১৪:০৪ Asia/Dhaka
  • তেহরানে অনুষ্ঠিত পবিত্র মহররমের শোকানুষ্ঠান
    তেহরানে অনুষ্ঠিত পবিত্র মহররমের শোকানুষ্ঠান

রাসূল (স.)'র প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের স্মরণে সমগ্র ইরান জুড়ে এখন চলছে পবিত্র মহররমের শোকানুষ্ঠান। এবার মহামারি করোনার কারণে খোলা আকাশের নিচে মুহররম অনুষ্ঠান পালনের সরকারি নির্দেশনার কারণে তেহরানসহ সমগ্র ইরানজুড়ে খোলা আকাশের নিচে শোকানুষ্ঠান পালিত হচ্ছে।

ইমাম হুসাইন (আ) সম্পর্কে বিশ্বনবী (সা) বলেছেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। তিনি আরও বলেছেন, হুসাইন আমার সন্তান,আমার বংশ ও মানবজাতির মধ্যে তাঁর ভাই হাসানের পর শ্রেষ্ঠ। সে মুসলমানদের ইমাম, মুমিনদের অভিভাবক, জগতগুলোর রবের প্রতিনিধি বা খলিফা, … সে আল্লাহর হুজ্জাত বা প্রমাণ পুরো সৃষ্টির ওপর, সে বেহেশতের যুবকদের সর্দার, উম্মতের মুক্তির দরজা। তাঁর আদেশ হল আমার আদেশ। তাঁর আনুগত্য করা হল আমারই আনুগত্য করা। যেই তাঁকে অনুসরণ করে সে আমার সাথে যুক্ত হয় এবং যে তাঁর অবাধ্য হয় সে আমার সঙ্গে যুক্ত হতে পারে না।

এখানে তেহরানে অনুষ্ঠিত ৫ম মহররমের শোকানুষ্ঠানের কিছু ছবি দেয়া হলো: 

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।