পবিত্র আশুরার দিনে ইমাম হুসাইন (আ.)'র শোকগীতি
https://parstoday.ir/bn/news/iran-i96170-পবিত্র_আশুরার_দিনে_ইমাম_হুসাইন_(আ.)'র_শোকগীতি
ইমাম হোসাইন (আ.) পবিত্র আশুরার দিন শোকে ক্রন্দন করতে করতে বলেন, কারবালায় আজ আমরাই থাকব। আজ আমার জন্য কুরবানির ঈদ। এই বধ্যভূমিতে আম্মাজান ফাতেমা আজ আমার মেহমান
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৯, ২০২১ ১৯:৩২ Asia/Dhaka

ইমাম হোসাইন (আ.) পবিত্র আশুরার দিন শোকে ক্রন্দন করতে করতে বলেন, কারবালায় আজ আমরাই থাকব। আজ আমার জন্য কুরবানির ঈদ। এই বধ্যভূমিতে আম্মাজান ফাতেমা আজ আমার মেহমান

আমার বোন জয়নাব আজ থেকে ইয়াতীমদের অভিভাবক। কেয়ামতের দিন হবে আমার শহীদের দিন, সীমার যখন ছুরি নিয়ে বের হল, রক্তের বন্যা বয়ে গেল। এ শোকগীতি পাঠ করেছেন, ইরানের বিশিষ্ট মর্সিয়া পাঠক মাহমুদ কারিমি। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।