আইআরজিসি’র মন্তব্য
মার্কিন আগ্রাসনের একমাত্র ফল হলো আফগানিস্তানে গৃহযুদ্ধ
-
কাবুল বিমাবন্দরের চলমান অবস্থা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ বলেছেন, আফগানিস্তানে গত দুই দশক ধরে মার্কিন সেনারা যে বর্বরতা ও অপরাধযজ্ঞ চালিয়েছে তাতে দেশটিতে গৃহযুদ্ধ ছাড়া আর কিছু আসে নি।
তিনি প্রশ্ন রেখে বলেন- গত ২০ বছরে আমেরিকা কী অর্জন করেছে আফগানিস্তানে? সমস্ত নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে তাদের একমাত্র অর্জন হচ্ছে আফগান গৃহযুদ্ধ।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে তালেবান পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং আশরাফ গনি সরকারের পতন হয়। ২০০২ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট তালেবানকে নির্মূল করার কথা বলে আফগানিস্তানে আগ্রাসন চালায় অথচ ২০ বছর পরে এসে সেই তালেবানের সঙ্গে চুক্তি করে আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনারা।
তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ যাওয়ার পর অনেকেই ভীত হয়ে দেশ ছাড়ছেন। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক গোলযোগ ও হুড়োহুড়িতে এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে ও পদদলিত হয়ে। কাবুল বিমানবন্দরের এই পরিস্থতিকে জেনারেল রামেজান শরীফ মার্কিন গণতন্ত্রের নমুনা বলে উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/২৬