বোরেল ও ল্যাভরভকে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
(last modified Fri, 27 Aug 2021 23:28:12 GMT )
আগস্ট ২৮, ২০২১ ০৫:২৮ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ,  হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও জোসেপ বোরেল
    সের্গেই ল্যাভরভ, হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও জোসেপ বোরেল

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় তেহরান কেবল তখনই ফিরে যাবে যখন এটির মাধ্যমে ইরানি জনগণের স্বার্থ রক্ষিত হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাদা আলাদা টেলিফোলাপে তিনি ইরানের এ কঠোর অব্স্থানের কথা জানান।

এসব আলাপে বোরেল ও ল্যাভরভ অবিলম্বে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত ভিয়েনা বৈঠকে ফিরে যাওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানালে আব্দুল্লাহিয়ান তেহরানের এ অবস্থানের কথা জানান।

টেলিফোনালাপে বোরেল বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার সদিচ্ছা দেখিয়েছে। বোরেল অবিলম্বে ভিয়েনা সংলাপে ফিরে যাওয়ার জন্য ইরানের পক্ষ থেকে একটি তারিখ ঘোষণা করার আহ্বান জানান। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপ কেবল তখনই ইরান ফিরে যাবে যখন তা থেকে ইরানি জনগণের জন্য কার্যকর ও অর্থবহ ফল বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে।

সাবেক প্রেসিডেন্ট রুহানি সরকারের পক্ষ থেকে ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার ইরানি সমকক্ষ আব্দুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনালাপে বলেন, রাশিয়া ইরানকে আবার ভিয়েনা সংলাপে দেখতে চায়।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ল্যাভরভের এ বক্তব্যের জবাবে ইরান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছে।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে আমেরিকা বেরিয়ে গেলে এই সমঝোতার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ইরান এটি থেকে বেরিয়ে না গিয়ে এই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে আসে।

গত জানুয়ারিতে আমেরিকায় সরকার পরিবর্তন হওয়ার পর ওয়াশিংটন পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করে এবং এই সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে সংলাপ শুরু হয়। এ পর্যন্ত এই সংলাপের ছয় দফা আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ভিয়েনা সংলাপ স্থগিত রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ