নতুন অত্যাধুনিক রাডার "আলবোর্জ" উদ্বোধন করল ইরান
সেপ্টেম্বর ০১, ২০২১ ২১:৩৪ Asia/Dhaka
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ ১ সেপ্টেম্বর বুধবার "আলবোর্জ" নামে নতুন অত্যাধুনিক রাডারের উদ্বোধন করেছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলিরেজা সাবাহিফার্দ এই বাহিনীর বেশ কিছু নতুন পণ্য উন্মোচন করেছেন। এর প্রথম প্রকল্পের নাম আলবোর্জ রাডার। এ বাহিনীর পরবর্তী প্রজেক্ট হল অত্যাধুনিক এয়ার ডিফেন্স কন্ট্রোল সেন্টার প্রযুক্তি "বোরহান সিস্টেম"।#
পার্সটুডে/আবুসাঈদ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ