ফোন করে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন জয়শঙ্কর
https://parstoday.ir/bn/news/iran-i96802-ফোন_করে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীকে_ভারত_সফরের_আমন্ত্রণ_জানালেন_জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সেদেশ সফরের জন্য ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২১ ১৯:১৪ Asia/Dhaka
  • জয়শঙ্কর (বামে) ও আব্দুল্লাহিয়ান (ডানে)
    জয়শঙ্কর (বামে) ও আব্দুল্লাহিয়ান (ডানে)

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সেদেশ সফরের জন্য ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন।

একইসঙ্গে আফগানিস্তান থেকে ভারতের ফিরতি ফ্লাইট চলাচলে সহযোগিতা করার জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর এক টুইটে এস জয়শঙ্কর বলেছেন, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে সমঝোতা হয়েছে। এছাড়া আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে।

এ সময় আফগানিস্তান ইস্যুতে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পরামর্শের ওপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান এ সময় আফগানিস্তান ইস্যুতে বলেন, আফগানিস্তানের সব পক্ষের অংশগ্রহণে একটি সরকার গঠন হওয়া উচিত বলে মনে করে তেহরান।

এ ছাড়া আফগান সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি বলেও তিনি মন্তব্য করেছেন।#     

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।