আমেরিকা শুধু অভিযুক্ত নয় বরং মূল অপরাধী: আব্দুল্লাহিয়ান
(last modified Mon, 06 Sep 2021 23:07:11 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০২১ ০৫:০৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের পরমাণু সমঝোতার মূল ক্ষতি করেছে আমেরিকা। কাজেই এই সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার জন্য আমেরিকা শুধু অভিযুক্ত নয় বরং মূল অপরাধী। তিনি গতকাল (সোমবার) তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

ইরানি জনগণের স্বার্থ রক্ষাকারী যেকোনো আলোচনায় তেহরান অংশ নেবে বলে জানান আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, তবে যে আলোচনায় শুধু সময় নষ্ট হয় এবং কোনো ফল পাওয়ার আশা থাকে না সে আলোচনায় আমরা অংশ নেব না।

ভিয়েনায় গত জুন মাসে স্থগিত হয়ে যাওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। ইরান শিগগিরই ওই আলোচনায় ফিরে যাচ্ছে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে।

ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা (ফাইল ছবি)

বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আফগান পরিস্থিতি নিয়েও কথা বলেন আব্দুল্লাহিয়ান। ইরান আফগানিস্তানের সকল পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে জানিয়ে তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক সরকারই পারে আফগানিস্তানের চলমান সংকটের সমাধান করতে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগান পরিস্থিতির পাশাপাশি সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান বেড়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, আফগানিস্তানে মানবিক ত্রাণ সরবরাহ চালু রাখার বিষয়টিকে তেহরান অগ্রাধিকার দিয়েছে। এসব ত্রাণের পাশাপাশি দু’দেশের বাণিজ্যিক লেনদেন চালু রাখার স্বার্থে সীমান্তবর্তী সবগুলো স্থলবন্দর খোলা রাখা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ