বড় অভিযানের জন্য মাকরানের মতো বৃহৎ জাহাজ তৈরি করবে ইরান: সেনাপ্রধান
(last modified Tue, 14 Sep 2021 12:18:21 GMT )
সেপ্টেম্বর ১৪, ২০২১ ১৮:১৮ Asia/Dhaka
  • মেজর জেনারেল মুসাভি
    মেজর জেনারেল মুসাভি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের বৃহত্তম সামরিক জাহাজ মাকরানের মতো আরও জাহাজ তৈরির পরিকল্পনা রয়েছে।

ডেস্ট্রয়ার ও যুদ্ধজাহাজসহ নানা ধরণের নৌযান নির্মাণে নিজেদের সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, নৌবাহিনী সব মহাসাগরেই সক্রিয়ভাবে উপস্থিতি বজায় রাখতে চায়। একইসঙ্গে তারা সাজ-সরঞ্জামের দিক থেকেও শতভাগ স্বনির্ভরতা অর্জনের পক্ষে।

ইরানের সেনাপ্রধান বলেন, বর্তমানে জাহাজ নির্মাণে গতি এসেছে। আগে জামারানের মতো একটি ডেস্ট্রয়ার নির্মাণে ১০ বছরের বেশি সময় লাগত এখন সেই সময়সীমা কমে এসেছে। এখন সবচেয়ে কম সময়ের মধ্যে ডেস্ট্রয়ারসহ প্রয়োজনীয় নৌ সরঞ্জাম নির্মাণ করতে পারে ইরান।

ইরানের তৈরি নতুন ডেস্ট্রয়ারগুলো অনেক উন্নত এবং এগুলোর সক্ষমতাও অনেক বেশি বলে তিনি জানান।

জেনারেল মুসাভি আরও বলেন, আগামীতে আরও বড় ধরণের নৌ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ কারণে মাকরানের মতো আরও জাহাজ নির্মাণ করা হবে।

মাকরান হচ্ছে ইরানের সবচেয়ে বড় জাহাজ। সম্প্রতি এই জাহাজের নেতৃত্বে আটলান্টিক মহাসাগরে অভিযান পরিচালনা করেছে ইরানের ৭৫ তম নৌবহর।#        

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ