পরমাণু বিষয়ে ইরানের পরিষ্কার অবস্থান জানিয়ে দিলেন আব্দুল্লাহিয়ান
(last modified Sat, 25 Sep 2021 10:31:43 GMT )
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১৬:৩১ Asia/Dhaka

পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা শুরু হতে দেরি হওয়ায় প্যারিস উদ্বেগ প্রকাশ করে যতদ্রুত সম্ভব এ আলোচনা শুরুর আহ্বান জানিয়েছিল। জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়া গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাতে পরমাণু সমঝোতা বিষয়ে আলোচনা করেছেন।

তেহরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন ইরানের স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করা হলেই কেবল তারা ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তিনটি প্রধান আলোচক দেশকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। এ কারণেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতায় বর্তমান বাইডেন প্রশাসন আদৌ ফিরে আসবে কিনা তাতে ব্যাপক সন্দেহ রয়েছে। তিনি গতকাল নিউইয়র্কে সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি পূরণ না করেই একদিকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ কোরে ইরানকে আলোচনার টেবিলে যাওয়ার আহ্বান জানাচ্ছে অন্যদিকে একই সময়ে তেহরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে। আমেরিকার এ আচরণকে তিনি ‘অসংলগ্ন’ উল্লেখ করে বলেন, এই আচরণ চলতে থাকলে সংলাপে বসে লাভ নেই এবং এটা গঠনমূলক নয়।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা হচ্ছে একটি বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তি। কিন্তু তারপরও এটি বাস্তবায়নে কেন গড়িমসি চলছে সেটাই এখন প্রশ্ন। জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাবেও স্বীকৃত এই সমঝোতায় দুই পক্ষকেই তাদের দায়িত্বের বিষয়টি নির্দিষ্ট করা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইউরোপ ট্রাম্পের ওই পদক্ষেপের বিরোধিতা করলেও বাস্তবে তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে কোনো পদক্ষেপ নেয়নি এবং ট্রাম্পের নীতি অনুসরণ করে চলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও নতুন আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার দাবি জানায় যার সঙ্গে পরমাণু সমঝোতার কোনোই সম্পর্ক নেই। তাদের এ আচরণ থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ পরমাণু বিষয়ক আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

ইরানের রাজনৈতিক বিশ্লেষক সাইয়্যেদ জালাল সাদাতিয়ান পাশ্চাত্যের পক্ষ থেকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে অনীহার কারণ সম্পর্কে বলেছেন, ইউরোপীয়রা হয়তো কখনোই চায়নি অথবা পারেনি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে। পাশ্চাত্য আসলে পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টিকে ঝুলিয়ে রেখে ইরানের ব্যাপারে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। অথচ আইএইএ স্বীকার করেছে ইরান তার প্রতিশ্রুতি ঠিকমতো মেনে চলছে।

যাইহোক বর্তমানে ভিয়েনায় পরমাণু আলোচনা চালিয়ে যাওয়া ইরানের জন্য মোটেই গুরুত্বপূর্ণ নয় বরং পাশ্চাত্য কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। কেননা চুক্তি অনুযায়ী তাদেরকে অবশ্যই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অর্থাৎ পরমাণু সমঝোতার ভবিষ্যত তাদের উপরই নির্ভর করছে। এ কারণে পরমাণু সমঝোতা বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে যথার্থ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫

ট্যাগ