ইসলামী শাসন ব্যবস্থাকে আঘাতের ক্ষমতা শত্রুদের নেই: ইরানি কমান্ডার
-
ফাদাভি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান আলী ফাদাভি বলেছেন, ইসলামী শাসন ব্যবস্থাকে আঘাত করার ক্ষমতা শত্রুদের নেই।
তিনি গতরাতে আরও বলেছেন, ইসলামী বিপ্লবের শক্তি ও দৃঢ়তা শত্রুদের আঘাতের ক্ষমতা কেড়ে নিয়েছে। শত্রুরা এখন অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করছে।
ফাদাভি বলেন, ইমাম খোমেনী (রহ.) ইসলামী বিপ্লবের বিজয় ঘটিয়েছেন আর বর্তমান সর্বোচ্চ নেতা তা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ইরাকের চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধ থেকে থেকে আমরা যে শিক্ষা নিয়েছি তাতে কোনো শত্রুই আর হামলার সাহস পাবে না।
শত্রুদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ষড়যন্ত্রও ক্রমেই ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
আইআরজিসি'র এই কমান্ডার আরও বলেন, ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর শোক মিছিলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক সংখ্যায় অংশ নিয়েছে। এই মহান সংস্কৃতিকে অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন ফাদাভি।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।