নতুন রাডার ও সিম্যুলেটর উদ্বোধন করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i98124-নতুন_রাডার_ও_সিম্যুলেটর_উদ্বোধন_করল_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (শনিবার) নতুন রাডার ও সিম্যুলেটের উদ্বোধন করেছে। সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ এ সময় উপস্থিত ছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০২, ২০২১ ১৮:৫৪ Asia/Dhaka
  • নতুন রাডার ও সিম্যুলেটর উদ্বোধন করল ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (শনিবার) নতুন রাডার ও সিম্যুলেটের উদ্বোধন করেছে। সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ এ সময় উপস্থিত ছিলেন।

নতুন হরমুজ রাডার শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের গতি, অবস্থান ও সর্বশেষ তথ্য সংগ্রহ করে তা কেন্দ্রীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেন্দ্রে পাঠাতে পারে। এছাড়া নতুন শামস সিম্যুলেটর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় অত্যন্ত কার্যকর।

সাবাহিফার্দ আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, নতুন রাডার ও সিম্যুলেটর ইরানের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়ে দেবে। তিনি আরও বলেন, ইরানের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এসব সরঞ্জাম তৈরি করেছে।

 

ইরানের সশস্ত্র বাহিনী সমরাস্ত্রে স্বনির্ভরতা অর্জন করেছে। ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় নানা নিষেধাজ্ঞা মোকাবেলা করে দেশটি অন্যান্য খাতের মতো সামরিক খাতেও ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।