সামরিক মহড়ায় ইসরাইল-বিরোধী শক্তি প্রদর্শন
https://parstoday.ir/bn/news/iran-i98184-সামরিক_মহড়ায়_ইসরাইল_বিরোধী_শক্তি_প্রদর্শন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ প্রদেশে সম্প্রতি যে সামরিক মহড়া চালিয়েছে তার প্রতি সমর্থন দিয়েছে জাতীয় সংসদ। ইরান-আজারবাইজান সীমান্তে অনুষ্ঠিত ওই মহড়ার মাধ্যমে মূলত ইহুদিবাদী ইসরাইলকে শক্তি প্রদর্শন করা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০৪, ২০২১ ০৭:৫৮ Asia/Dhaka
  • ইরানের সংসদ
    ইরানের সংসদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ প্রদেশে সম্প্রতি যে সামরিক মহড়া চালিয়েছে তার প্রতি সমর্থন দিয়েছে জাতীয় সংসদ। ইরান-আজারবাইজান সীমান্তে অনুষ্ঠিত ওই মহড়ার মাধ্যমে মূলত ইহুদিবাদী ইসরাইলকে শক্তি প্রদর্শন করা হয়েছে।

এক বিবৃতিতে ইরানের সংসদ সদস্যরা প্রতিবেশী আজারবাইজানের মাটিতে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন সীমান্তে যেকোনো ভূ-রাজনৈতিক ঘটনা ইরানের জন্য ‘রেড লাইন’। গতকাল প্রকাশিত ওই বিবৃতিতে ইরানের ২৯০ জন সংসদ সদস্যের মধ্যে ১৬৫ জন সই করেছেন।

বিবৃতিতে তারা বলেছেন, সানান্দাজ প্রদেশের আরাস সীমান্তে অনুষ্ঠিত সামরিক মহড়া প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তি ও শক্তির বার্তা বহন করছে, একইসময়ে এই মহড়া ইহুদিবাদীদের জন্য হুঁশিয়ারি সংকেত।

আজারবাইজান সীমান্তে অনুষ্ঠিত মহড়ায় অংশ নেয়া 

ইরানের সামরিক বাহিনী গত শুক্রবার থেকে আজারবাইজান সীমান্তের কাছে ‘খায়বার বিজয়ী’ নামে মহড়া শুরু করে। মহড়ায় সাঁজোয়া যান, ড্রোন ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের বিশাল সমারোহ ঘটানো হয়। মহড়ায় ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিটকে সহায়তা দিয়েছে বহুসংখ্যক কোবরা অ্যাটাক হেলিকপ্টার ও গানশিপ। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ মহড়ার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মহড়ার কারণে তিনি বিস্মিত হয়েছেন এবং মহড়ার সময় নিয়েও আলিয়েভ প্রশ্ন তুলেছেন।

জবাবে ইরান শক্ত ভাষায় বলেছে, জাতীয় সার্বভৌমত্বের অংশ হিসেবে এই মহড়া চালোনো হয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর মাটিতে ইরান-বিরোধী ইসরাইলি তৎপরতা সহ্য করা হবে না।

এ প্রসঙ্গে ইরানের সংসদ সদস্যরা বলেছেন, মুসলিম প্রধান ও ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে আজারবাইজানের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক স্থিতিশীল থাকবে, অবৈধ ইসরাইলের কারণে তা ক্ষতিগ্রস্ত হবে না।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।