‘আফগানিস্তানের ব্যাপারে ইরান ও পাকিস্তান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে’
(last modified Wed, 06 Oct 2021 01:29:05 GMT )
অক্টোবর ০৬, ২০২১ ০৭:২৯ Asia/Dhaka
  • মঙ্গলবার ইসলামাবাদে কোরেশির সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি (ডান থেকে দ্বিতীয়)
    মঙ্গলবার ইসলামাবাদে কোরেশির সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি (ডান থেকে দ্বিতীয়)

আফগানিস্তান পরিস্থিতির ব্যাপারে ইরান ও পাকিস্তানের মধ্যে দৃষ্টিভঙ্গির ‘স্বস্তিদায়ক অভিন্নতা’ রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমদু কোরেশি।তিনি মঙ্গলবার ইসলামাবাদ সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

সাক্ষাতে আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতিতে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামাবাদ ও তেহরানের দৃষ্টিভঙ্গিতে যে মিল রয়েছে তা স্বস্তিদায়ক।

সম্প্রতি দোশাম্বেতে সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের অবকাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাক্ষাতের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুতগতিতে বাস্তবায়নের আহ্বান জানান শাহ কোরেশি। তিনি সাংহাই সহযোগিতা পরিষদের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করায় ইরানকে অভিনন্দন জানান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে একটি সম্ভাব্য মানবিক বিপর্যয় প্রতিহত করার লক্ষ্যে দেশটিতে সাহায্য পাঠাতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। ইরান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে বাজার স্থাপনের ব্যাপারে দু’দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাস্তবায়নেরও আহ্বান জানান শাহ মেহমুদ কোরেশি।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।