ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান হিসেবে নিয়োগ পেলেন আহমাদ নওরোজি
https://parstoday.ir/bn/news/iran-i98510-ওয়ার্ল্ড_সার্ভিসের_প্রধান_হিসেবে_নিয়োগ_পেলেন_আহমাদ_নওরোজি
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি’র প্রধান ড. পেইমান জেবেলি এই সংস্থার ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান হিসেবে মিডিয়া ব্যক্তিত্ব আহমাদ নওরোজিকে নিয়োগ দিয়েছেন। রেডিও তেহরানের বাংলা বিভাগসহ আইআরআইবি’র বিদেশি ভাষার রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলো ওয়ার্ল্ড সার্ভিস থেকে সম্প্রচারিত হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১২, ২০২১ ০৬:৫৯ Asia/Dhaka
  • আহমাদ নওরোজি-ড. পেইমান জেবেলি
    আহমাদ নওরোজি-ড. পেইমান জেবেলি

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি’র প্রধান ড. পেইমান জেবেলি এই সংস্থার ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান হিসেবে মিডিয়া ব্যক্তিত্ব আহমাদ নওরোজিকে নিয়োগ দিয়েছেন। রেডিও তেহরানের বাংলা বিভাগসহ আইআরআইবি’র বিদেশি ভাষার রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলো ওয়ার্ল্ড সার্ভিস থেকে সম্প্রচারিত হয়।

গত ২৯ সেপ্টেম্বর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ড. পেইমান জেবেলিকে আইআরআইবি’র প্রধান হিসেবে নিয়োগ দেয়ার আগে ড. জেবেলি ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান ছিলেন। তিনি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার প্রধানের পদে চলে যাওয়ায় ওয়ার্ল্ড সার্ভিসের প্রধানের পদ শূন্য হয়ে পড়েছিল।

আহমাদ নওরোজি

৩৩ বছর বয়সি ওয়ার্ল্ড সার্ভিসের নয়া প্রধান আহমাদ নওরোজি তেহরান বিশ্ববিদ্যালয়ে মিডিয়া ম্যানেজমেন্টে ডক্টরেট করছেন।

তিনি ইসলামি ইরানের সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষার কন্টেন্ট সম্পাদনার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। অতি সম্প্রতি আহমাদ নওরোজি ওয়ার্ল্ড সার্ভিসের প্রধানের উপদেষ্টার পাশাপাশি ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি’র পরিচালনা এবং বিষয়বস্তু ব্যবস্থাপকের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।