জেনারেল সালামি বললেন
'ইরানের কাছে বারবার পরাজিত হওয়ার পরও আমেরিকার শিক্ষা হয় নি'
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের কাছে একের পর এক পরাজিত হওয়ার বিষয়ে আমেরিকা অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আপসোসের ব্যাপার হচ্ছে ওয়াশিংটন এখনো এ থেকে শিক্ষা নেয় নি।
আইআরজিসি পারস্য উপসাগরে ইরানি তেল চুরির মার্কিন প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ার একটি বিস্তারিত ভিডিও ফুটেজ প্রকাশ করার একদিন পর জেনারেল সালামির এ বক্তব্য এলো।
আজ ফার্সি ১৩ অবন মোতাবেক ৪ নভেম্বর ইরানে সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের ৪২ তম বার্ষিকী পালন অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় আইআরজিসি'র প্রধান এসব কথা বলেন। ১৯৭৯ সালের এ দিনে তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস দখল করে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র।
ওমান সাগর থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি জাহাজ হতে মার্কিন বাহিনীর তেল চুরির প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ার জন্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র নৌ ইউনিটের ভূঁয়সী প্রশংসা করেন জেনারেল সালামি। তিনি বলেন, গতকাল (বুধবার) প্রকাশিত আইআরজিসি'র সাহসিক অভিযানের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে, ইরানের জাতীয় স্বার্থে আঘাত হানার প্রচেষ্টায় লিপ্ত যেকোনো বলদর্পী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এ জাতির সন্তানরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।#
পার্সটুডে/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।