‘পার্সটুডে ডটকমে শ্রোতাদের মতামত সম্বলিত চিঠি প্রকাশ উৎসাহব্যঞ্জক উদ্যোগ’
https://parstoday.ir/bn/news/letter-i104046-পার্সটুডে_ডটকমে_শ্রোতাদের_মতামত_সম্বলিত_চিঠি_প্রকাশ_উৎসাহব্যঞ্জক_উদ্যোগ’
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের প্রকৃতিতে এখন বইছে বসন্তের হাওয়া। শীতের জরাজীর্ণতাকে কাটিয়ে প্রকৃতিতে বসন্তের আমেজ বিরাজ করছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১২:৫০ Asia/Dhaka
  • ‘পার্সটুডে ডটকমে শ্রোতাদের মতামত সম্বলিত চিঠি প্রকাশ উৎসাহব্যঞ্জক উদ্যোগ’

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের প্রকৃতিতে এখন বইছে বসন্তের হাওয়া। শীতের জরাজীর্ণতাকে কাটিয়ে প্রকৃতিতে বসন্তের আমেজ বিরাজ করছে।

গত ১৪ ফেব্রুয়ারি সোমবার রেডিও তেহরান থেকে প্রচারিত শ্রোতাদের প্রিয় আসর 'প্রিয়জন' উপভোগ করলাম। এদিনের প্রিয়জন ভারত ও বাংলাদেশের শ্রোতাদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারত থেকে আসা বেশ কিছু চিঠির জবাব শুনে রেডিও তেহরান সম্পর্কে শ্রোতাদের আবেগ ও ভালোবাসা জানতে পারলাম। শ্রোতাদের চিঠিগুলোর উত্তরদানে উপস্থাপকবৃন্দের আন্তরিকতা আমাকে বেশ মুগ্ধ করেছে।

রেডিও তেহরান শ্রোতাদের মতামতকে বেশ গুরুত্ব দেয় যা শ্রোতাদেরকে অনুষ্ঠান শুনতে ও মতামত জানাতে উৎসাহিত করে। এছাড়া বর্তমানে প্রায় প্রতিদিনই পার্সটুডে ওয়েবসাইটে শ্রোতাদের সুন্দর সুন্দর মতামত সম্বলিত চিঠি স্থান পাচ্ছে যা শ্রোতাদের জন্য উৎসাহব্যঞ্জক উদ্যোগ। রেডিও তেহরান এভাবেই শ্রোতাদেরকে মূল্যায়ন করে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশায় আজকের মতো ইতি টানছি। 

 

প্রেরক, 

শাওন হোসাইন 

সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ 

গ্রাম: খোশবাড়ী, পোস্ট: খানগঞ্জ 

থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।