ভালো লাগার মূর্ছনায় হারিয়ে যেতে শুনি 'ইরান ভ্রমণ' অনুষ্ঠান
(last modified Thu, 24 Feb 2022 06:51:48 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১২:৫১ Asia/Dhaka
  • ভালো লাগার মূর্ছনায় হারিয়ে যেতে শুনি 'ইরান ভ্রমণ' অনুষ্ঠান

সুপ্রিয় মহোদয়, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। অপরূপ পৃথিবীর অপার সৌন্দর্যের দেশ ইরান। বিখ্যাত ইরানি গোলাপ আর টিউলিপের কথা আমাদের সবারই জানা। সম্পদ ও ঐতিহ্য সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এক ঐশ্বর্যময় দেশের নাম ইরান।

ধ্রুপদী সাহিত্যের উঁচু মানের কবি শেখ সাদী’র দেশ ইরানের পরতে পরতে জুড়ে রয়েছে নয়নাভিরাম সৌন্দর্য। বাঙালি সাহিত্য ও  রূপকথাতেও প্রচলিত রয়েছে ইরানি নানা গল্পগাঁথা। তাইতো, ইরান ভ্রমণের ইচ্ছা মনকে দোলায়িত করে। আর হ্যাঁ, ইরান ভ্রমণের এই ইচ্ছাকে মিটিয়ে দিচ্ছে রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠান 'ইরান ভ্রমণ'। ঘরে বসেই ইরানের দর্শনীয় ও ঐতিহ্যবাহী সেসব বিখ্যাত স্থান সমন্ধে জেনে ভালো লাগার মূর্ছনায় হারিয়ে যেতে আমি শুনি 'ইরান ভ্রমণ' অনুষ্ঠান।

শিরাজ কবি হাফিজ ও সাদী’র শহর, সিস্তানের হস্তশিল্প সামগ্রী, বেলুচিস্তানের পর্বতমালা, যাহেদান শহর এবং গুলেস্তানের সৌন্দর্যসহ বিশাল আয়তনের দেশ ইরানের ইতিহাস-ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির সমুদ্রে প্রশান্তিময় স্নান শেষে নিজেকে সমৃদ্ধ করতে আমি শুনি ইরান ভ্রমণ। আমি উড়ে বেড়াই মুক্ত হংস বলাকার পাখায় ইরানের আনাচে-কানাচে। আমি বিমোহিত হই ইরানের অপরুপ সৌন্দর্যের জাদুতে। আমি ধন্য হই রেডিও তেহরান শুনে। ধন্যবাদ রেডিও তেহরান।

 

শুভেচ্ছান্তে

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

ট্যাগ