শ্রোতাদের মতামত
‘পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক, আপনার-আমার’
আসসালামু আলাইকুম, আশা করি রেডিও তেহরান বাংলা বিভাগের সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান বাংলা বিভাগের সৌজন্যে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন ইরানের নানা বিষয় সম্বন্ধে জানতে পারছি; সেই সাথে জানতে পারছি, কুরআন ও সুন্নাহ’র আলোকে দ্বীন ইসলামের নানাবিধ আলোচনা।
ইরানের প্রতিরক্ষা যুদ্ধের ধারাবাহিক আলোচনার সাথে, মধ্যপ্রাচ্যের নানাবিধ খবর, খবরের বিশ্লেষণ ও তার নানাদিক নিয়ে আলাপচারিতা।
সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও করণীয় সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আলাপচারিতা, যেকোনো মানুষের জন্যে প্রয়োজনীয় একটি অনুষ্ঠান ‘স্বাস্থ্যকথা’।
শিশু-কিশোরদের প্রিয় অনুষ্ঠান ‘রংধনু আসর’ আর সবার প্রিয় ‘প্রিয়জন’ অনুষ্ঠানের তো তুলনাই হয় না। ছোট বড় সবার প্রিয় এ দুটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রচারিত সুন্দর সুন্দর ইসলামী গানের সুরের মূর্ছনায় হারিয়ে যায় আমরা।
অনুষ্ঠানমালার বহুল আলোচিত বিশ্ব সংবাদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার কারণে বিশ্বের গণমাধ্যমগুলোর মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে রেডিও তেহরান। ‘খবরের সঙ্গে চব্বিশ ঘণ্টা’-এর বাস্তব রূপায়ণে শুধু রেডিওর সম্প্রচারই নয়; ‘পার্স টুডে’র ওয়েব পেইজের পরতে পরতে ছড়িয়ে রয়েছে তার উদাহরণ।
সবমিলিয়ে "পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক, আপনার আমার"- এই স্লোগানকে বাস্তবায়ন করতে শ্রোতাবান্ধব নানা কর্মসূচি গ্রহণের মাধ্যমে পূর্ণতা দান করেছে রেডিও তেহরান।
তাইতো গুটি গুটি পা পা করে আজ রেডিও তেহরান ৪০ বছরে পদার্পণ করতে চলেছে। রেডিও তেহরান, বাংলা বিভাগের ৪০তম বর্ষ পূর্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি রইল প্রাণঢালা মোবারকবাদ।
শুভেচ্ছাসহ-
এস এম নাজিম উদ্দিন,
বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১