মে ০৮, ২০২২ ১৬:১২ Asia/Dhaka
  • রেডিও তেহরান নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে সর্বাধিক প্রিয়: হাকিম মিঞা

আমার বয়স যখন প্রায় ৩-৪ বছর তখন অর্থাৎ ১৯৮২ সালের ১৭ এপ্রিল রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। আমি ৮০'র দশকের শেষদিক থেকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শর্টওয়েভ মিটার ব্যান্ডে শোনা শুরু করি। সে সময় অনুষ্ঠান শুনে হাতে লেখা চিঠিপত্র ডাকযোগে রেডিও তেহরানে পাঠাতাম। চিঠির জবাব রেডিওতে পেতাম এবং ডাকে আমার নিকট ইরান ভ্রমণ গাইড, নিউজ লেটারসহ বিভিন্ন জিনিস রেডিও তেহরানের পক্ষ থেকে আসতো। এতে আমার মনপ্রাণ আনন্দে ভরে উঠতো ও চিঠিপত্র লেখার আগ্রহ আরও বেড়ে যেতো।

১৯৯৪ সালে বাড়ির বাইরে লেখাপড়া করতে গিয়ে হাতের কাছে রেডিও'র সুবিধা না থাকায় অনুষ্ঠান শোনা ও বেতারে চিঠিপত্র লেখা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর চলতি বছর ২০২১ সালে জুলাই মাস থেকে নতুন করে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ফেসবুক লাইভে শোনার পাশাপাশি চিঠিপত্র লেখা আরম্ভ করি। ইতোমধ্যে আমার বেশ কিছু চিঠির জবাব রেডিও তেহরানের প্রিয়জনে দেয়া হয়েছে। পার্সটুডে অনলাইন সংস্করণে আমার কিছু চিঠি আপলোড করা হয়েছে এবং এর পাশাপাশি আমার সাক্ষাৎকার গ্রহণ ও প্রচার করা হয়েছে। সে জন্য আমি রেডিও তেহরানের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।

বর্তমানে আমার নিকট রেডিও তেহরান একটি আন্তর্জাতিক নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে সর্বাধিক প্রিয় বেতার মাধ্যম। যেখান থেকে প্রতিদিন বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের তরতাজা সংবাদ পেয়ে থাকি। নিয়মতি অনুষ্ঠান শুনছি ও চিঠিপত্র লিখে মতামত জানাচ্ছি। রেডিও তেহরানের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার লেখা একটি কবিতা শেয়ার করছি।

রেডিও তেহরান

রেডিও তেহরানের অনুষ্ঠান শুনি,

নতুন করে জীবন গড়ি,

জ্ঞানের পরিধি উন্নীত করি।

সুস্থ ধারার গণমাধ্যম জানি,

রেডিও তেহরানকে সবাই মানি।

ধর্ম বর্ন নির্বিশেষে,

অনুষ্ঠান শুনি মিলে মিশে।

স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি,

রেডিও তেহরানের মৌলিক নীতি।

রেডিও তেহরানের নিরপেক্ষ মান,

বিশ্বজুড়ে রাখে অবদান।

চিঠিপত্রের আসর প্রিয়জন,

হাজার শ্রোতাকে করেছে আপন।

শিশু কিশোরদের রংধনু আয়োজন,

সব বয়সের শ্রোতার রাঙিয়েছে মন।

আদর্শ মানুষ গড়ার কৌশল,

জীবনকে করেছে সুশীতল।

পাচ্যাত্যে জীবন ব্যবস্থ্যা,

জীবনকে উপভোগের দেয় আস্থা।

ইরান ইরাক যুদ্ধের ইতিহাস,

জ্ঞানের পরিধির করে বিকাশ।

কুরআনের আলো,

জীবন গড়তে ভালো।

আলাপন - সাক্ষাৎকার,

বাস্তবে তার আছে দরকার।

কথাবার্তা পত্রপত্রিকার ভাষা,

দুদেশের মানুষের মেটায় আশা।

 

স্বাস্থ্য কথা, স্বাস্থ্য শিক্ষা,

জীবনকে বাঁচার দিচ্ছে দিক্ষা।

গল্প ও প্রবাদের গল্প,

শুনে থাকি অল্প অল্প।

তাইতো মোরা সবাই বলি:

 

"পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর

রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার"

 

ধন্যবাদান্তে,

মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা

গ্রামঃ ছোট জামবাড়িয়া, ডাকঘর ঃ বড়গাছীহাট,

উপজেলাঃ ভোলাহাট, জেলাঃ চাঁপাই নবাবগঞ্জ,

বাংলাদেশ।

পেশাঃ চাকুরী

মোবাইল নম্বরঃ ০১৭১৪-৬০৪১৬৯

 

 

ট্যাগ