মে ১১, ২০২২ ২০:৪৭ Asia/Dhaka
  • বিশ্ব মানবতাকে সমুজ্জ্বল করেছে রেডিও তেহরান: হারুন অর রশীদ

বিশ্ব মানবতার অনন্য দৃষ্টান্ত হয়ে, নিরাশার বুকে স্বপ্ন সোনালী আশা হয়ে, মজলুম ও পর্যুদস্ত মানুষের বন্ধু হয়ে আন্তর্জাতিক গণ মাধ্যমে ১৯৮২ সালের ১৭ এপ্রিল আত্নপ্রকাশ ঘটে এক বিপ্লবী গণমাধ্যমের। প্রতিষ্ঠিত হয় আইআরআইবি। সময়ের পরিক্রমায় কোটি শ্রোতাদের মন জয় করে বিশ্বব্যাপী সমাদৃত হয় স্বগৌরবে।

স্বনামধন্য হয় ইসলামিক  রিপাবলিক অফ ইরান গণমাধ্যমের রেডিও তেহরান। মুসলিম সংস্কৃতি ও ইতিহাস কে বিশ্ব দরবারে তুলে ধরে গুণী কলাকুশলীদের দক্ষতা ও প্রাজ্ঞতার অপুর্ব সমন্বয়ে শ্রোতাদেরকে বিনি সুঁতোর মালার চমৎকার গাঁথুনি তে বেঁধে রেখেছে পরম ভালোবাসার মায়াজালে। আইআরআইবি আর শ্রোতাদের এ ভালবাসা অমর অটুট এক প্রগাঢ় আত্নিক বন্ধন - যা কখনো শেষ হবার নয়, ছিঁড়ে যাবার নয়। আর তাইতো ইন্টারনেট স্মার্টফোনের এই সময়েও রেডিও তেহরান শোনার জন্য শ্রোতারা মুখিয়ে থাকে। শ্রোতাদের হৃদয় শীতল হয় রেডিও তেহরান শুনে। স্মৃতির জানালায় তাকালে মনে পড়ে যায় রেডিও তেহরানের কত কত বিখ্যাত অনুষ্ঠানের কথা। ভালোবাসার অনুপম নিদর্শনে 'প্রিয়জন' অনুষ্ঠান টি যেন আজো সময়ের সেরা উপহার। ক্লিষ্টতায়, সন্তাপে, বেদনায়, ভালোবাসায় 'প্রিয়জন' আমাদের কে শীতলতার আবেশে পরম প্রশান্তিতে ধন্য করে যায়। রেডিও তেহরানের বস্তুনিষ্ঠ বিশ্বসংবাদ বিশ্ব আগ্রাসনের বিরুদ্ধে কুঠারাঘাত করে জালিম ও জুলুমবাজদের কে প্রতিহত করে যায় সময়ের সাথে সাথে। আমেরিকা ও ইসরাইল কর্তৃক চাপিয়ে দেয়া নানা অপবাদ ও মিথ্যাচার কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপটের সাথে টিকে রয়েছে রেডিও তেহরান। শুধু তাই নয়, নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ব মানবতাকে সমুজ্জ্বল করেছে রেডিও তেহরান। একারণেই রেডিও তেহরান অন্যান্য বেতার থেকে আলাদা ও ভিন্নধর্মী বেতার। অশিক্ষা, কুশিক্ষায় যখন ধর্ষণ, ব্যাভিচার, মাদকের ছড়াছড়িতে অন্যান্য দেশগুলোতে চরম অশান্তিতে মানুষ চরম হতাশ; তখন রেডিও তেহরানের কল্যাণে আমরা শ্রোতারা পবিত্র কোরআনের শিক্ষায় ও নবী- রাসুল গণের জীবনাদর্শের দীক্ষায়; আলোর ঝর্ণাতলে সুস্থ সুন্দরভাবে জীবন যাপন করছি। রেডিও তেহরান মানেই ভাতৃত্ববোধের এক অনুপম নিদর্শন। রেডিও তেহরান মানেই শান্তির পতাকা তলে মানবতার জয়গান! বিশ্বের ধনী দেশগুলো অপেক্ষাকৃত গরীব দেশগুলো বিশেষ করে মুসলিম দেশগুলোর  ওপর যখনই উৎপীড়ন চালিয়েছে রেডিও তেহরান তখনই তাদের কে প্রতিহত করেছে এবং সমুচিত জবাব দিয়েছে। সেকারণেই রেডিও তেহরান তথা ইরান মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কাছে এক বিশ্বস্ত ভরসার নাম। প্রবাহিত সময়ের খেয়ায় তাইতো ভালোবাসায় ও দ্বায়িত্ববোধের  সম্মানে বলীয়ান হয়ে ইরান অর্থনীতিতে, প্রযুক্তিতে এবং পারমানবিক শক্তিতে নতুন নতুন আবিষ্কারে সমৃদ্ধ করেছে শক্তির সাম্পান - যা দখলদার ও অত্যাচারীদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে বিশ্ব মজলুমদের জন্য এক স্বস্তি ও শান্তির বার্তা। তথাকথিত তাঁবেদারি গণমাধ্যমের ভীড়ে প্রতিবাদী, প্রতিরোধী এক অনন্য মহীরুহ গণমাধ্যমের নাম রেডিও তেহরান যার মাধ্যমে আমরা ইরানের সংস্কৃতিতে একাত্ম হয়ে গৌরব বোধ করি। যার ছায়াতলে তৃপ্তির ঢেঁকুর তুলে প্রশান্তি অনুভব করি আমরা সবাই।
সেই কবেইতো শুনেছি 
প্রিয় বন্ধু তোমার আহবান,
 সত্য সুন্দর পথে ভাসিয়েছি তাই
জীবনের সাম্পান!
রেডিও তেহরান তুমি অনন্য 
তুমি আলোয়, ভালোয় জীবনের জয়গান!

পরিশেষে, ইরানের অনুপম কৃষ্টি, সংস্কৃতির অমৃত সুধা বিশ্ব পরিমণ্ডল কে শোভিত করুক। রেডিও তেহরান আনন্দময়  শান্তির পেখম মেলুক বিশ্ব চরাচরে!

বিনীত,
হারুন অর রশীদ
সভাপতি - জাগো রেডিও লিসেনার্স ক্লাব।
গ্রাম. পুর্ব নলছিয়া, পো. বিনোদটঙ্গী
থানা. মাদারগঞ্জ, জেলা. জামালপুর -২০১০
পেশা. প্রাইভেট জব
মোবা. ০১৩১৭৭৩৩০৩২

ট্যাগ