মে ২২, ২০২২ ২০:৫০ Asia/Dhaka
  • রেডিও তেহরানের অনুষ্ঠান শ্রোতাদের জীবনে এনেছে অনেক পরিবর্তন: কামাল হোসেন

আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেডিও তেহরান গৌরবময় ৪০ বছরে পদার্পন করতে যাচ্ছে। এটা যেকোন প্রতিষ্ঠানের জন্য গর্বের। এই দীর্ঘ সময় ধরে রেডিও তেহরান শ্রোতাদের জন্য প্রচার করে গেছে অনেক সময়োপযোগী অনুষ্ঠান। যা শ্রোতাদের জীবনে এনেছে অনেক পরিবর্তন। আমরা শুনেছি অনেক অজানা তথ্য। আমরা শুধু পেয়েছি, জেনেছি, জানতে পারছি, মুগ্ধ হয়েছি বা হচ্ছি। 

সব সময় পাশে পেয়েছি। শুধু দিয়েছি একটা ভাললাগার চিঠি বা সমালোচনা মূলক চিঠি। প্রতিউত্তরে রেডিও তেহরান করেনি অভিমান, রেখেছে শ্রোতাদের মান, অনুষ্ঠানে করেছে সংশোধন। যদি আমাকে জিজ্ঞাসা করা হয়- রেডিও তেহরান এর বাংলা অনুষ্ঠান কেন শোনা হয়?

তবে আমার উত্তর হচ্ছে- আমি রেডিও তেহরান হতে যা জানতে পেরেছি বা পারছি, এর মাধ্যমে আমি আমার ধর্মীয় জ্ঞান কে যতটা সমৃদ্ধ করতে পারছি, তা অন্য কোন উপায়ে বা মাধ্যমে পারি নাই। তাই রেডিও তেহরান কে এত পছন্দ করি।

সময়ের সাথে তাল মিলিয়ে হয়তো আগের মত আর রেডিও সেট নিয়ে অনুষ্ঠান শোনা হয়না, তাই বলে কী আর ওয়েব সাইট থেকে মুছে যায়? নিশ্চয়ই না? হ্যাঁ, সময় পেলেই ভিজিট করি রেডিও তেহরানের ওয়েব পেজ। খুঁজে বের করি আমি যা জানি না, বা যা জানা আমার খুব ইচ্ছা তেমন সব অনুষ্ঠান।

রেডিও তেহরানের কিছু অনুষ্ঠান যা আমাকে মুগ্ধ করেছে, যা সকলের জানা উচিৎ - তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ কুরআনের আলো, আদর্শ মানুষ গড়ার কৌশল, আসমাউল হুসনা , স্বাস্থ্যকথা ইত্যাদি। গল্প শোনাও আমার এক ধরনের নেশা, তাই রঙধনুকেও এই তালিকা হতে  বাদ দিতে চাইনা। তবে ব্যস্ততার কারনে আর আগের মত গল্প শোনা হয়না।রেডিও তেহরান হতে পাওয়া ZAMZAM ম্যাগাজিনের কথা খুব মনে পড়ে। এখন খুব মিস করি ম্যাগাজিনটাকে। আগেও মত আর রেডিও তেহরান থেকে সাড়াও পাইনা।

রেডিও তেহরানের গৌরবময় ৪০ বছরের সাথে আমার শ্রোতা জীবনেরও ২০ বছর অতিবাহিত হয়ে গেছে। সময় কার জন্য অপেক্ষা করে না , তা আমরা একটু  ফিছন ফিরে তাকালেই বুঝতে পারি। পথ চলার ৪০ বছরেও রেডিও তেহরান শ্রোতাদের অন্তরে ভালোবাসার জায়গা দখল করে আছে এটাও বেতারের জন্য বড় একটি পাওয়া বলে আমি মনে করি।

রেডিও তেহরানের সাথে দীর্ঘ পথচলার সাথে ছিলাম  এবং আগামীর পথ গুলোতেও থাকবো ইনশাআল্লাহ্‌।

শুভেচ্ছান্তে-

কামাল হোসেন

পরিচালক

ইনডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব,

গ্রামঃ জগন্নাথদী-মোল্যা বাড়ী , পোঃ ব্যাসদী গাজনা, উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর, বাংলাদেশ।

মোবাইলঃ ০১৯১৭ ৩৯৫৯৯৯,

e-mail: [email protected]

 

ট্যাগ