একটি জমজমাট ও প্রাণবন্ত 'প্রিয়জন' উপহার পেলাম
https://parstoday.ir/bn/news/letter-i110150-একটি_জমজমাট_ও_প্রাণবন্ত_'প্রিয়জন'_উপহার_পেলাম
শ্রদ্ধেয় মহাশয়, আসন্ন পবিত্র ঈদুজ্জোহা এর একরাশ প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের সকলের প্রতি। রেডিও তেহরান বাংলা বিভাগের অতি পরিচিত ও প্রিয় অনুষ্ঠান 'প্রিয়জন'। শ্রোতাদের নানা মতামত, হাদিসের বাণী, সাক্ষাৎকার, গান এসবের সমাহারে এক অনবদ্য শ্রোতাপ্রিয় অনুষ্ঠান এটি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ০৫, ২০২২ ১৭:২৫ Asia/Dhaka
  • এস এম নাজিমউদ্দিন
    এস এম নাজিমউদ্দিন

শ্রদ্ধেয় মহাশয়, আসন্ন পবিত্র ঈদুজ্জোহা এর একরাশ প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের সকলের প্রতি। রেডিও তেহরান বাংলা বিভাগের অতি পরিচিত ও প্রিয় অনুষ্ঠান 'প্রিয়জন'। শ্রোতাদের নানা মতামত, হাদিসের বাণী, সাক্ষাৎকার, গান এসবের সমাহারে এক অনবদ্য শ্রোতাপ্রিয় অনুষ্ঠান এটি।

আমাদের সবার প্রিয় ভাই আশরাফুর রহমানের প্রযোজনায় অত্যন্ত যত্নের সঙ্গে এই অনুষ্ঠানটি প্রস্তুত করেন। আশরাফুর রহমান ভাই, নাসির মাহমুদ/গাজী আব্দুর রশিদ ভাই ও আক্তার জাহান আপার অসাধারণ পরিবেশনা দক্ষতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত।

বরাবরের মতোই গত ০৪/০৭/২০২২ তারিখের এমনই একটি জমজমাট ও প্রাণবন্ত 'প্রিয়জন' উপহার পেলাম। রেডিও তেহরান-এর নতুন ও পুরোনো দিকপাল সব শ্রোতা বন্ধুদের সুন্দর সুন্দর মতামতপূর্ণ মেইল-এর সমাহার আমাকে মুগ্ধ করেছে। এই তালিকায় নিজের নামটি দেখে আপ্লুত হলাম। আমার মতামতকে গুরুত্ব দিয়ে আসরে পড়ে শোনানোর পাশাপাশি আমার অনুরোধের একটি সুন্দর ইসলামী গান বাজিয়ে শোনানো হয়।

লেবাননি বংশোদ্ভুত মুসলিম সুইডিশ গায়ক, গীতিকার এবং সঙ্গীত নির্মাতা মেহের জেইনের গাওয়া ‘মুহাম্মদ: রাহমাতুল্লিল আলা’মিন’ শিরোনামের গানটি আমার কী যে ভালো লেগেছে- তা লিখে বোঝাতে পারব না। অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে।

আজকের আসরে আরও একটি ভালো লাগার বিষয় হলো, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, লেখক, পুরোনো শ্রোতা – ডি এক্সার ঢাকার খিলগাঁও-এর ইকো ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের সভাপতি ড. সালেহ মতীন। তাঁর সুন্দর গোছানো বক্তব্য ও মূল্যবান পরামর্শ আমার বেশ গঠনমূলক বলে মনে হয়েছে।

এদিনের আসরে গাজী মোমিন উদ্দিন ভাই, গোলাম সরোয়ার ভাই- এমনসব দিকপাল পুরোনো শ্রোতা বন্ধুদের উপস্থিতি এক আলাদা মাত্রা এনে দেয়। আসলেই নতুন ভাইদের সাথে এমন পুরোনো ভাইদের একসাথে পেলে কী যে ভালো লাগে, তা বোঝানোর নয়।

অনুষ্ঠানের শেষ প্রান্তে আমার জন্যে একটি চমক বলে মনে হয়েছে। আর সেটা হলো, বরাবরের মতোই সুপ্রিয় ডি এক্সার ভাই, যারা নিয়মিত রিসিপশন রিপোর্ট পাঠান তাঁদের প্রাপ্তি স্বীকার করা হয়। এই তালিকায় একটি নাম দেখে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি। তিনি হলেন আমাদের অতি পরিচিত প্রিয় ভাই আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী আকবর হায়দার কিরণ। সত্যি তাঁর মত একজন বিদগ্ধ, স্বনামধন্য, পুরোনো দিকপাল শ্রোতা, যাকে শ্রোতা জগতের কেউ চেনেন না- এমন কেউ নেই। তাঁর মতো একজন প্রিয় ব্যক্তি যখন 'প্রিয়জন' আসরে পদধূলি দেন; তখন এই আসরটি সত্যিই 'প্রিয়জন' হয়ে ওঠে। আমি আশা করব- এমনভাবেই মাঝে মাঝে 'প্রিয়জন-এ কিরণ ভাই-এর সাড়া পাব। এর মাধ্যমে এক দিকে আসরটি যেমন প্রাণবন্ত হয়ে ওঠবে অন্যদিকে তেমনই আলাদা মাত্রা যোগ হবে।

শ্রোতারা এখন যে পরিমাণ মতামত জানিয়ে সাড়া দিচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে আগের মতোই সপ্তাহে দুই দিন 'প্রিয়জন' প্রচারের দাবি জোরদার হচ্ছে। আমার প্রস্তাব রইল, আগের মতো সপ্তাহে দুইদিন 'প্রিয়জন' প্রচার করা হোক। আপনারা সকলে ভালো ও সুস্থ থাকুন এই কামনায়-

 

এস এম নাজিম উদ্দিন

পরিচালক, ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব,

গ্রাম ও ডাক: বারুইপাড়া,

জেলা মুর্শিদাবাদ পশ্চিম বঙ্গ ,ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫