'চিঠিপত্রের আসর প্রিয়জন আমার ভীষণ প্রিয় ও ভালোলাগার একটি অনুষ্ঠান'
https://parstoday.ir/bn/news/letter-i113398-'চিঠিপত্রের_আসর_প্রিয়জন_আমার_ভীষণ_প্রিয়_ও_ভালোলাগার_একটি_অনুষ্ঠান'
মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আর প্রীতিময় শুভেচ্ছা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১৪:৫২ Asia/Dhaka
  • 'চিঠিপত্রের আসর প্রিয়জন আমার ভীষণ প্রিয় ও ভালোলাগার একটি অনুষ্ঠান'

মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আর প্রীতিময় শুভেচ্ছা।

রেডিও তেহরান-এর বাংলা অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা দিয়ে যা আমাদের কুরআনের জ্ঞানার্জনে সহায়তা করে। এর পর সর্বশেষ খবরাখবর নিয়ে পরিবেশিত হয় বিশ্বসংবাদ। সাপ্তাহিক বিভিন্ন পরিবেশনা ও প্রতিদিনের কথাবার্তা। রেডিও তেহরানে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তরতাজা সংবাদ শুনে মুসলিম বিশ্বসহ সমগ্র পৃথিবীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারি। তাই নিয়মিত ফেসবুক লাইভে রেডিও তেহরানে বাংলা অনুষ্ঠান শোনার মাধ্যমে মানসিক তৃপ্তি অনুভব করি।

সাপ্তাহিক পরিবেশনাগুলো মধ্যে প্রতি সোমবারের ‘প্রিয়জন’ আমার নিকট ভীষণ প্রিয় ও ভালোলাগার একটি অনুষ্ঠান। যেখান থেকে বিভিন্ন শ্রোতাদের গুরুত্বপূর্ণ চিঠির মতামত তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শ্রোতাদের চাহিদা পূরণ করা হয় যা আমাকে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে।

প্রত্যেক ‘প্রিয়জন’ আসরে সুপ্রিয় আশরাফুর রহমান ভাই বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মূল্যবান বাণী ও হাদিস পাঠ করে শোনান। যার শিক্ষা আমাদের জীবন পরিচালনায় অনেক বড় ভূমিকা রাখে। জনাব আশরাফুর রহমান ভাই পাঠকৃত সর্বশেষ দশটি ‘প্রিয়জন’ আসর  থেকে নেওয়া বাণী ও হাদিস তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি বাণী ও হাদিসগুলো আমাদের কাজে লাগবে।

‘প্রিয়জন’ ২৯৮ পর্বের বাণী

আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র- ইমাম মুসা কাযিম (আ.) বলেছেন, “আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হল নামাজ, মা-বাবার প্রতি সদাচরণ এবং হিংসা, স্বেচ্ছাচার, অহংকার ও দাম্ভিকতা পরিহার করা।”

‘প্রিয়জন ’২৯৭ পর্বের বাণী:

ইমাম যায়নুল আবেদীন (আ.) বলেছেন : "কতই না প্রতারিত ও ঠকে যাওয়া লোক রয়েছে যারা হেসে খেলে পার করছে, খাচ্ছে, পান করছে, অথচ খবর রাখে না যে, হয়তোবা আল্লাহর পক্ষ থেকে তার ওপর ক্রোধ নেমে আসবে যা তাকে দোযখের আগুনে নিপতিত করবে।"

‘প্রিয়জন’ ২৯৬ পর্বের বাণী:

আমিরুল মোমেনীন ইমাম আলী (আ.) বলেছেন, "যে ব্যক্তি দুনিয়ায় তার যতটুকুতে চলে তা নিয়ে সন্তুষ্ট থাকে, তার জন্য ঐ জিনিসের সামান্যতম যা থাকে তা-ই যথেষ্ট হয়। আর যে ব্যক্তি তার যতটুকুতে চলে তাতে সন্তুষ্ট থাকে না তার জন্য দুনিয়ায় এমন কিছু নেই যে, তা যথেষ্ট হবে।"

‘প্রিয়জন’ ২৯৫ পর্বের বাণী:

আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) বলেছেন, "যে ব্যক্তি জ্ঞানীদের সাথে চলাফেরা করে সে ব্যক্তিত্বসম্পন্ন হয়, যে ব্যক্তি নীচদের সাথে চলাফেরা করে সে অপমানিত হয়। আর যে ব্যক্তি মানুষের সাথে নির্বোধের মতো আচরণ করে সে বদনাম কুড়ায়।"

‘প্রিয়জন’ ২৯৪ পর্বের বাণী:

ইমাম আলী (আ.) বলেছেন : "হে মানুষ! দুনিয়ার মোহ থেকে দূরে থেকো। কারণ, এটাই হলো সকল বিচ্যুতির কারণ, সকল বিপদের দরজা এবং সকল ফেতনার সঙ্গী এবং সকল ভোগান্তির কারণ।

‘প্রিয়জন’ ২৯৩ পর্বের বাণী:

আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন: "আল্লাহর নিকট প্রিয়তম পথ হলো- দুই ঢোক। একটি হলো- ক্রোধকে তিতিক্ষা দ্বারা গিলে ফেলবে। আরেকটি হলো- দুঃখকে ধৈর্য দ্বারা গিলে ফেলবে।"

‘প্রিয়জন’ ২৯২ পর্বের হাদিস:

মহানবী (সা.) বলেছেন, ‘হতভাগ্যের লক্ষণ চারটি। এগুলো হচ্ছে- চোখের শুষ্কতা অর্থাৎ পাপের পরও অনুশোচিত না হওয়া, অন্তরের পাষাণত্ব, দুনিয়া কামনায় অতিশয় লোভ আর পাপকর্ম অব্যাহত রাখা।’

‘প্রিয়জন’ ২৯১ পর্বের হাদিস:

রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন: ‘যে ব্যক্তি তার নিজের ও তার পরিবারের রুজি উপার্জনের জন্য সফরে যায় কিয়ামতের দিনে সে আরশের ছায়ায় অবস্থান করবে।’

‘প্রিয়জন’ ২৯০ পর্বের বাণী:

নবী বংশের মহান ইমাম হযরত আলী ইবনে মূসা রেজা (আ.) বলেছেন: কোনো বান্দাই প্রকৃতপক্ষে ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারবে না যতক্ষণ না তিনটি গুণের অধিকারী হবে। গুণ তিনটি হল- দীনে গভীর জ্ঞান, জীবন-জীবিকায় পরিমিতি এবং বিপদে ধৈর্যধারণ।

‘প্রিয়জন’ ২৮৯ পর্বের বাণী:

ইমাম যায়নুল আবেদীন (আ.) বলেছেন: "মিথ্যা ছোট হোক আর বড় হোক তা পরিহার করবে, রসিকতার ছলে হোক আর সত্যিকারেই হোক। কারণ, যে ছোট মিথ্যা বলে, সে বড় মিথ্যা বলায় সাহসী হয়ে ওঠে।"

 

ধন্যবাদান্তে

মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা

গ্রাম: ছোট জামবাড়িয়া, ডাকঘর: বড়গাছীহাট

উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।