শ্রোতাদের মতামত
‘নগ্নতায় ফুটে উঠে রুচিহীন বাসনা, পোশাকেই শালীনতা ধর্মীয় চেতনা’
প্রিয় ভাইয়াদ্বয় ও আপু, সালাম ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। ইরান একটি ইসলামিক আদর্শ রাষ্ট্র। ইরানের অতীত ইসলামের ইতহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, ধর্মীয় মূলবোধের মূল আদর্শের বিচ্যুতি ঘটাতে বিভিন্ন আন্তর্জাতিক কুচক্রীমহল কাজ করে যাচ্ছে।
সম্প্রতি পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর দুর্ভাগ্যজনক মৃত্যু হয়। একে পুঁজি করে একটি গোষ্ঠী ইসলামী শাসনব্যবস্থাকে কলংকিত করার প্রচেষ্টা চালায়। তবে, ইরান সরকার দক্ষতার সাথে উস্কানিমূলক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
ইরানি নারী নিলুফার ফুলাদি নেদারল্যান্ডের আমস্টারডামে প্রকাশ্য সমাবেশে অর্ধনগ্ন হয়ে বক্তৃতা দেয়াই প্রমাণ করে যে, তাদের পোশাক একটি উছিলামাত্র; তাদের মূল লক্ষ্যে হচ্ছে ইরানের ধর্মীয় আদর্শকে ভূলুণ্ঠিত করা। বিশ্বের কোনো ধর্মই নগ্নতা সমর্থন করে না। নগ্নতার মাধ্যমে অসামাজিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদস্বরূপ হিসেবে পোশাক নিয়ে আমার এই লেখাটি সবার উদ্দেশ্যে নিবেদন করছি।
পোশাক
জিল্লুর রহমান জিল্লু
পোশাকে শালীনতা বাড়ে সৌন্দর্য
রুচিশীল পোশাকের আছে তার কদর্য।
ব্যক্তিত্বের পরিচয় সুন্দর পোশাকে
মানটা বেড়ে যায় পোশাকের মোশাকে।
নগ্নতা ঢেকে যায় পোশাকের আড়ালে
সুন্দরী কে তুমি হাতটা নাড়ালে?
ছেঁড়াফাড়া, ফুটাফাটা জিন্সের তালিতে
ছেলেমেয়ে হেটে চলে রাস্তায়, গলিতে।
পোশাকে চেনা যায় নতুন জামাই
গরমে কোট পরে ভিতরে ঘামাই।
ফিনফিনে জামা পড়ে বের হলে শীতে
চোয়ালে সূর তোলে ঠকঠক গীতে
নগ্নতায় ফুটে উঠে রুচিহীন বাসনা
পোশাকেই শালীনতা ধর্মীয় চেতনা।
লেখক:
সভাপতি, তৃণমূল বেতারশ্রোতা তথ্য ক্লাব
পোঃ কাশিপুর, বরিশাল সদর-৮২০৫
বরিশাল, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।