শ্রোতাদের মতামত
'স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি আমার পরিবারের পারিবারিক ডাক্তারের ভূমিকা পালন করছে'
প্রিয় মহোদয়, লেখনীর শুরুতে শরতের শুভ্র কাশফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে রেডিও তেহরান পরিবারের সকলে সুস্থ ও নিরাপদে আছেন।
রেডিও তেহরান একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া সংবাদ পরিবেশনের পাশাপাশি এই বেতার কেন্দ্র প্রচার করে বস্তুনিষ্ঠ ও জীবনঘনিষ্ঠ নানা অনুষ্টান। রেডিও তেহরানের ওয়েবাসাইট পার্সটুডে ভিজিট করলে যে কেউ অবাক হতে বাধ্য কারণ বস্তুনিষ্ঠ খবরের পাশাপাশি সুন্দর ও ব্যতিক্রমী অনুষ্ঠান দিয়ে সাজানো এত ভালো মানের বাংলা ভাষার ওয়েবসাইট আমরা খুব কম দেখতে পাই।
রেডিও তেহরান শ্রোতাদের শুধু সংবাদ ও বিনোদনের খোরাক মিটিয়ে থাকে তা নয়, সংবাদ ও বিনোদনের পাশাপাশি শ্রোতাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি সপ্তাহে প্রচারিত হয় জনপ্রিয় ধারাবাহিক স্বাস্থ্যকথা। প্রতি বুধবারের এই আয়োজনে দেহের বিভিন্ন শারীরিক ও মানসিক রোগ সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে আলোচনা করা হয়। বরাবরের মতো গত ১৯ অক্টোবর গাজী আব্দুর রশিদ ভাইয়ের সঞ্চালনায় স্বাস্থ্যকথা অনুষ্ঠানে শিশুর অতি চঞ্চলতা বা এডিএইচটি রোগ সম্পর্কে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলামের আলোচনা শুনলাম। বিশেষজ্ঞ ডাক্তারের আলোচনা শুনে আমি ও আমার পরিবারের অন্য সদস্যরা এই রোগ সম্পর্কে জানতে পেরে বেশ উপকৃত হলাম। আমরা সাধারণত শিশুর শারীরিক রোগের বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু শারীরিক রোগের পাশাপাশি শিশুর মানসিক সমস্যার সমান গুরুত্ব দেয়া উচিত।
স্বাস্থ্যকথা অনুষ্ঠানে প্রতি সপ্তাহে এমন নানা রোগ সম্পর্কে জানতে পারছি। এই ধারাবাহিকটি আমিসহ আমার পরিবারের সবাই বেশ আগ্রহ নিয়ে শুনে থাকি। স্বাস্থ্য কথা ধারাবাহিকটি আমার পরিবারের পারিবারিক ডাক্তারের ভূমিকা পালন করছে।
পরিশেষে সুন্দর পরিবেশনার জন্য অনুষ্ঠানের প্রযোজকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বস্তুনিষ্ঠ ও জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে রেডিও তেহরান টিকে থাকুক যুগের পর যুগ এই প্রত্যাশায় আজকের মতো ইতি টানছি।
শুভেচ্ছান্তে,
শাওন হোসাইন
সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ
গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ
থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী. বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।