শ্রোতাদের মতামত
'রংধনু আসর যেন আনন্দের একটি পাঠশালা'
প্রিয় প্রিয়জন, ৮ ডিসেম্বর প্রচারিত রেডিও তেহরানের পুরো অনুষ্ঠান শুনেছি। অনুষ্ঠানটি দারুণ এক মায়ায় আচ্ছন্ন করে রাখে পুরোটা সময়। এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি করা আজকের পুরো রংধনু অনুষ্ঠান মোহবিষ্ট হয়ে শুনেছি
রংধনু আসর সত্যিই যেন আনন্দের একটি পাঠশালা। ভালো ফলাফলে বাচ্চারা যেমন খুশি, তাদের বাবা মা ও নিশ্চয় মহাখুশি। আর এই খুশির বিদ্যাপীঠ যেন রেডিও তেহরানের সকলের প্রিয় অনুষ্ঠান 'রংধনু'। দারুণ এই ব্যতিক্রমী আয়োজনের জন্য বেতার কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ৷
অনুষ্ঠানে ছোট বন্ধু হিশামের কণ্ঠে 'শুকরিয়া' শিরোনামের ইসলামী গানটি দারুণ উপভোগ করলাম। ধন্যবাদ সকল উত্তীর্ণ ছেলে-মেয়েদেরকে। আনন্দ ভাগাভাগিতে আমাদেরকে সঙ্গী করায় ধন্যবাদ প্রিয় বাচ্চাদেরকে।
অনুষ্ঠানের প্রান্তিক আয়োজনে 'কথাবার্তা' অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রিয় সিরাজুল ইসলাম ভাইয়ের বিশ্লেষণ ভালো লাগল।
যা হোক, ভালো থাকুন সবাই, নিরাপদ হোক সবার জীবন।
মোঃ সোহেল রানা হৃদয়
সভাপতি, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব
ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১