'রেডিও তেহরান শুনলে জীবন ও মনন, দুই-ই হবে সুন্দর এবং উন্নত' 
https://parstoday.ir/bn/news/letter-i117958-'রেডিও_তেহরান_শুনলে_জীবন_ও_মনন_দুই_ই_হবে_সুন্দর_এবং_উন্নত'
প্রিয় রেডিও তেহরান, সুদূর তেহরান থেকে যাদের অক্লান্ত মেধা ও শ্রমে প্রতিদিন ঘরে বসে প্রীতিময় অনুষ্ঠানমালা উপভোগ করি, তাদের সকলের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন। পৌষের শীতল বাতাসে প্রিয় বেতারের মনোমুগ্ধকর উপস্থাপনা শুনে আজও (২৮ ডিসেম্বর, ২০২২) অত্যন্ত মুগ্ধ হয়েছি।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
জানুয়ারি ০২, ২০২৩ ২১:০০ Asia/Dhaka
  • খন্দকার রাবিবা ইয়াসমিন 
    খন্দকার রাবিবা ইয়াসমিন 

প্রিয় রেডিও তেহরান, সুদূর তেহরান থেকে যাদের অক্লান্ত মেধা ও শ্রমে প্রতিদিন ঘরে বসে প্রীতিময় অনুষ্ঠানমালা উপভোগ করি, তাদের সকলের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন। পৌষের শীতল বাতাসে প্রিয় বেতারের মনোমুগ্ধকর উপস্থাপনা শুনে আজও (২৮ ডিসেম্বর, ২০২২) অত্যন্ত মুগ্ধ হয়েছি।

অনুষ্ঠানের শুরুতে হৃদয়স্পর্শক মগ্নতা নিয়ে কারী-কণ্ঠে পবিত্র কুরআন পাঠ শুনে শিহরিত হই। মহান সৃষ্টিকর্তার প্রেমময় আহ্বান অথবা কখনো কখনো মহাকল্যাণকামী ধমকের সুর বা পুরস্কারের প্রেরণা জীবন গঠনে দারুণ প্রভাব রেখে যায়। উপরন্তু আজ বিশেষ পাওয়া ছিল প্রান্তভাগের আয়োজন কুরআনের আলো অনুষ্ঠানটি। মানবীয় চরিত্রের দুর্বলতম দিক নিয়ে কত মমতায় মহান সৃষ্টিকর্তা আমাদের শেখাচ্ছেন উত্তরণের উপায়! আজ আলোচনা করা হলো সূরাহ মুজাদালার প্রথম অংশের কিছু আয়াত। পারিবারিক ও সামাজিক কিছু সংঘর্ষ নিবারণ করা যায় কতো সহজেই তা জানলাম সূরাহটির তরজমা শুনে। মুখে যা আসে তাই বলে দেয়া কতোটা শাস্তিযোগ্য অপরাধ এবং তা পারিবারিক জীবনে সমস্যা সৃষ্টি করে, জানলাম।

মনন গঠনে ধর্মোপদেশ যেমন হিতকর, জীবন গঠনে স্বাস্থ্যকথা অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তেমনি অপরিসীম। ডাক্তার শাহজাদা সেলিম একজন কৃতবিদ্য ব্যক্তি। তার পরামর্শ শ্রোতার কাছে মূল্যবান। রেডিও তেহরান যে আসলেই একটা শ্রোতাবান্ধব বেতার কেন্দ্র তা আরও ভালোভাবে উপলব্ধি করা যায় এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। রেডিও তেহরান শুনলে জীবন ও মনন, দুই-ই হবে সুন্দর এবং উন্নত। 

রেডিও তেহরান আমরা শুনি মূলত এর বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য। আজও এর ব্যতিক্রম ছিল না। ইরান ও ওমানের পারস্পরিক সম্পর্কের সংবাদটি আমাদের আশান্বিত করেছে। এই বিষয়ে দৃষ্টিপাত অনুষ্ঠানে আরও বিস্তারিত আলোচনা হওয়ায় সকলের কাছে এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বোধগম্য হয়েছে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান সমগ্র মুসলিম বিশ্বের জন্য আশাব্যঞ্জক। ইরানের বিমান বাহিনীতে সুখোই এসইউ-৩০ জঙ্গি বিমান যুক্ত হবে শুনে আনন্দিত হয়েছি।

আজ আসলেই খুশির দিন। বাংলাদেশে চালু হলো মেট্রোরেল। বহু বছরের আকাঙখিত এই প্রকল্প অবশেষে স্বপ্নের বর্ণিল আভা ছড়িয়ে বাস্তবতার সোনালী আলোয় ধরা দিয়েছে। ঢাকার জনজীবন থেকে যানজট নিরসনে কার্যকরী ভূমিকা রাখবে এই মেট্রোরেল। এটি মূল্যবান জাতীয় সম্পদ। সকলের উচিত এই সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে ক্ষতি এড়ানো।

দৃষ্টিপাত অনুষ্ঠানের দ্বিতীয় ভাষ্যে জানলাম বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গতবছরের চেয়ে সামান্য উন্নত হয়েছে। পরিমাণ সামান্য হলেও পরিবর্তনের ছোয়াকেই আমি অধিক গুরুত্বপূর্ণ মনে করছি। পরিবর্তন ধীরে ধীরেই হোক, তবু হোক। পরিবর্তন আসুক সিরিয়ায়। সেখানকার যুদ্ধাহত মানুষের সংবাদ বরাবরই ব্যথিত করে বিশ্বমানবতাকে। দখলদারদের উৎপাটন আশু জরুরি।

আজ বাংলাদেশ ও ভারতের প্রথম শ্রেণীর কিছু পত্রিকার শিরোনাম ও সংক্ষিপ্ত আলোচনা শুনে ভালো লেগেছে। খুব অল্প সময়ে বৈশ্বিক প্রেক্ষাপট সঠিকভাবে জানা যায় কেবল রেডিও তেহরানের মাধ্যমেই। রেডিও তেহরান যুগ যুগ ধরে সফলতার বিজয়রথ নিয়ে চলতে থাকুক শ্রোতার হৃদয়ে হৃদয়ে, এই কামনায় শেষ করছি আজকের চিঠি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

 

ইতি
খন্দকার রাবিবা ইয়াসমিন 
পাঠানপাড়া, রাজশাহী-৬০০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২