‘বন্ধুত্ব নিয়ে রংধনু আসরে প্রচারিত ঘটনাগুলো ছিল সত্যিই শিক্ষণীয়’
https://parstoday.ir/bn/news/letter-i118100-বন্ধুত্ব_নিয়ে_রংধনু_আসরে_প্রচারিত_ঘটনাগুলো_ছিল_সত্যিই_শিক্ষণীয়’
প্রিয় প্রিয়জন, আসসালামু ওয়ালাইকুম। আমার সালাম ও ইংরেজি নতুন বছর ২০২৩ এর শুভেচ্ছা রইল।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জানুয়ারি ০৬, ২০২৩ ১৩:৫৭ Asia/Dhaka
  • ‘বন্ধুত্ব নিয়ে রংধনু আসরে প্রচারিত ঘটনাগুলো ছিল সত্যিই শিক্ষণীয়’

প্রিয় প্রিয়জন, আসসালামু ওয়ালাইকুম। আমার সালাম ও ইংরেজি নতুন বছর ২০২৩ এর শুভেচ্ছা রইল।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত পুরোটা অনুষ্ঠান ছিল নান্দনিক। খুব মনোযোগ দিয়ে শুনলাম পুরোটা। সাংসারিক কাজের ফাঁকে মোবাইলের লাইভ অন করে শুনি নিয়মিত কিন্তু নিয়মিত লেখা হয়ে ওঠে না। এখন থেকে নিয়মিত চেষ্টা করব শোনার পাশাপাশি লেখার জন্য। 

এদিনের অনুষ্ঠানের শেষাংশে শিশু-কিশোরদের জন্য প্রচারিত সাপ্তাহিক আয়োজন ‘রংধনু’ বিশেষ ভালোলাগার কারণ। যতই শুনেছি ততই যেন মন আটকে যাচ্ছিল। বিশেষ করে আজকে যে বিষয়ের (বন্ধুত্ব) উপর আলোকপাত করা হয়েছে, সেটা জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

বিশেষ করে বাচ্চারা দীর্ঘ সময় বন্ধুদের সাথে থাকে। ক্লাস ওয়ান থেকে পুরো ছাত্র জীবনে প্রায় ২০ বছরের অধিককাল সময় পরিবারের চেয়ে বন্ধু সহপাঠীদের সাথে সময় কেটে যায়। তাই ভালো বন্ধু জীবনের বিরাট এক অনুসঙ্গ, বন্ধু ছাড়া কল্পনা করা যায় না একটা দিনও। তাই বন্ধু নির্বাচন এবং বন্ধুর সঠিক দিক নির্দেশনা জীবনে বিরাট ভূমিকা পালন করে। দারুণ এই বিষয়টি নিয়ে রংধুন আসরে আলোচনা করায় রংধনুর শ্রোতা ছোট বন্ধুরা নিশ্চয় উপকৃত হবে, সেই সাথে আমরা অভিভাবকেরাও সজাগ হতে পারব। বন্ধুত্ব নিয়ে প্রচারিত ঘটনাগুলো সত্যিই শিক্ষণীয়। 

বিষয়ভিত্তিক দুটো গানও ছিল চমৎকার। এভাবেই রংধনুর রং ছড়িয়ে পড়ুক দিগন্তে! 

ভালো থাকুন, নিরাপদ রাখুন- আপনার চারপাশ।

 প্রেরক,

মোসা: রওশন আরা লাবনী

সাধারণ সম্পাদক, মুগ্ধ বেতার শ্রোতা সংঘ

গ্রাম: শংকরদিয়া, ডাকঘর: গোস্বামী দূর্গাপুর, 

থানা ও জেলা: কুষ্টিয়া-৭০৩১, বাংলাদেশ।