শ্রোতাদের মতামত
'রেডিও তেহরান অজানাকে জানাতে ব্যাপকভাবে সহযোগিতা করছে'
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান-এর অনলাইন সংস্করণ 'পার্সটুডে' নতুনত্বে ভরপুর একটি গণমাধ্যম তা বলতেই হয়। সত্যিকার অর্থেই রেডিও তেহরান অজানাকে জানাতে ব্যাপকভাবে সহযোগিতা করছে। এবারের চমকপ্রদ কিছু বিষয় না বললেই নয়, যা রেডিও তেহরানকে ভিন্ন আঙ্গিকতা দিয়েছে।
শীতের আমেজে ইসলামিক রিপাবলিক অব ইরান-এর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নগরী ইস্পাহান কে নিয়ে পার্সটুডেতে প্রকাশিত ফটো ফিচারটি ভিন্নরকম লেগেছে।
‘আধা জাহানে' তুষারপাতের সৌন্দর্য শিরোনামে প্রকাশিত ফটো ফিচারটিতে যেসব ছবি স্থান পেয়েছে তা সত্যিই অতুলনীয়। রেডিও তেহরান এবং পার্সটুডে সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাতে হয় ইরানের ইস্পাহান শহরকে নিয়ে এত সুন্দর করে ফটোফিচারটি তুলে ধরার জন্য। ইরানের প্রাকৃতিক সৌন্দর্য যেকোন মানুষকেই মুগ্ধ করে এবং বিমোহিত করে।
ইরানের ঐতিহাসিক নগরী ইস্পাহানকে ফার্সিতে বলা হয়ে থাকে ‘দনেসফে জাহান' বা ‘আধা জাহান'। তারমানে ইস্পাহান দেখা হলে বিশ্বের প্রায় অর্ধেকই দেখা হয়ে যায়। ফটো ফিচারটি দেখার পর ভ্রমণ পিপাসুদের মনে এই ঐতিহাসিক স্থানটি ভ্রমণের জন্য। ইস্পাহান নগরীকে নিয়ে প্রকাশিত প্রতিটি ছবির সৌন্দর্য দেখে মহান আল্লাহ তা’আলার কাছে শোকরিয়া জানাই। তিনি কত সুন্দর করে একটি নগরীকে সাজিয়েছেন।
পরিশেষে সবার প্রতি আন্তরিক শুভ কামনা । মহান আল্লাহ তা’আলা সকলকে ভালো রাখুন। সকলকে ইস্পাহান নগরীর সৌন্দর্য সরাসরি প্রত্যক্ষ করার তৌফিক দান করুন। আমিন।
শুভেচ্ছান্তে
এস. এম. হৃদয় রহমান,
ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী।
ঠিকানা : গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,
ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, দেশ : বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২১