'ইমাম খোমেনী (র.)-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংধনু আসরটি ছিল মনোমুগ্ধকর'
https://parstoday.ir/bn/news/letter-i119270-'ইমাম_খোমেনী_(র.)_এর_স্বদেশ_প্রত্যাবর্তন_দিবস_উপলক্ষে_রংধনু_আসরটি_ছিল_মনোমুগ্ধকর'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর শুরুতে শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। আমি রেডিও তেহরান বাংলার একজন নিয়মিত শ্রোতা। ব্যক্তিগত ব্যস্ততার কারণে বেশ কিছুদিন প্রিয়জনে লিখতে না পারলেও সময় পেলেই অনুষ্ঠান শুনে থাকি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ২২:০১ Asia/Dhaka
  • 'ইমাম খোমেনী (র.)-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংধনু আসরটি ছিল মনোমুগ্ধকর'

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর শুরুতে শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। আমি রেডিও তেহরান বাংলার একজন নিয়মিত শ্রোতা। ব্যক্তিগত ব্যস্ততার কারণে বেশ কিছুদিন প্রিয়জনে লিখতে না পারলেও সময় পেলেই অনুষ্ঠান শুনে থাকি।

গত ২ ফেব্রুয়ারি রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে কান পেতেছিলাম। নিয়মিত সকল পরিবেশনার পর আমার ও আমার পরিবারের ছোটদের সবচেয়ে প্রিয় আয়োজন রংধনু আসর শুনলাম। ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনি (র.)-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এদিনের রংধনু আসর ইমাম খোমেনি (র.)-এর জীবনীর উপর নির্মিত হয়েছিল।

ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি তুরস্ক ও ফ্রান্সে নির্বাসন শেষে ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি নিজ দেশে প্রত্যাবর্তন করেন। ইমামের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ সেদিন ৬০ লক্ষ লোক ইমামকে স্বাগত জানিয়েছিল। অনুষ্ঠান মারফত জানতে পারলাম, ইমামকে স্বাগত জানাতে পুলিশের গুলিতে শহীদ হবার পূর্বে এক বালক তেহরানের দেয়ালে রক্তমাখা হাতে লিখে গিয়েছিল 'স্বাগতম হে খোমেনি'।

শিশু-কিশোরদের নিকট ইমাম খোমেনি (র.) যে কতটা জনপ্রিয় ছিলেন তা এই বালকের আত্মত্যাগের মধ্যে দিয়ে পরিষ্কার ফুটে উঠেছে। ইমামের নেতৃত্বে ইসলামী বিপ্লবের পর ইরানের স্কুল, কলেজ, রেডিও, পত্র পত্রিকা, সিনেমা সব কিছু ইসলামের আলোকে সাজানো হয়। ইরানের অর্থনীতি মাথা উঁচু করে দাঁড়ায়।

ইমাম খোমেনি ছিলেন মানবীয় গুণাবলী সম্পন্ন একজন মানুষ। তিনি অত্যন্ত্ সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। একটি দেশের সর্বোচ্চ নেতা হয়েও তার এমন সাদামাটা জীবন যাপন তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তিনি অতন্ত্য ধার্মিক ও বিনয়ী ছিলেন। ইমামের ঘনিষ্ঠ সহচর ইমাম আনসারী বলেন, ৫০ বছরের মধ্যে ইমামের তাহাজ্জুদের নামাজ বাদ যায়নি। এদিনের রংধনু আসর থেকে ইমাম খোমেনি (র.) সম্পর্কে জেনে আমি ও আমার পরিবারের সকলে অনেক খুশি।

এছাড়া ইমামকে নিয়ে প্রচারিত ফারসি গান ও ছোট্ট বন্ধুর সাক্ষাৎকার বেশ ভালো লেগেছে। সর্বোপরি সুন্দর ও মনোমুগ্ধকর অনুষ্ঠান প্রচারের জন্য রংধনু প্রযোজক সহসকলে আন্তরিক ধন্যবাদ।

 

শুভেচ্ছান্তে,

শাওন হোসাইন

সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ

গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ

থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।