'তুরস্ক ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে ইরান'
(last modified Sat, 18 Feb 2023 08:42:36 GMT )
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১৪:৪২ Asia/Dhaka
  • 'তুরস্ক ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে ইরান'

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। তুরস্কে ভূমিকম্প পরবর্তী যে মানবিক বিপর্যয় ঘটেছে তাতে আমার মত অনেকেই ব্যথিত। বিপদেই বন্ধুর পরিচয়। বন্ধু রাষ্ট্রের বিপদে, বন্ধু রাষ্ট্র দাঁড়াবে সেটাই স্বাভাবিক। 

ইসলামিক রিপাবলিক অব ইরান তেমনি এক রাষ্ট্র; যে কিনা বন্ধু রাষ্ট্র তুরস্কের পাশে দাঁড়িয়েছে সর্বশক্তি দিয়ে। ইরানের মানবিক সহায়তা তুরস্কের এই দুঃসময়ে ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে। এরকম একটি মানবিক বিপর্যয়ের সময়ে ইরান সরকার যদি সবার আগে তুরস্কের পাশে না দাঁড়াতো তাহলে তুরস্ককে সত্যিই সমস্যায় পড়তে হতো। 

ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান এবং অনলাইন সংস্করণ পার্সটুডে তুরস্কে ভূমিকম্প পরবর্তী মানবিক বিপর্যয় নিয়ে একের পর এক সংবাদ পরিবেশন করে যাচ্ছে যা তুরস্কের বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোকে তুরস্কের বর্তমান মানবিক বিপর্যয়ের অবস্থা জানতে বেশ সহায়তা করছে। ইরানের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, চীন এবং ভারতের মানবিক সহায়তা কার্যক্রমও বেশ প্রশংসার দাবি রাখে। বিপদে যেভাবে বন্ধু রাষ্ট্রের পাশে বন্ধু রাষ্ট্রগুলো দাঁড়িয়েছে তাতে মানবিক সহায়তা কার্যক্রম পেয়েছে পরিপূর্ণতা। 

রেডিও তেহরানের অনলাইন সংস্করন পার্সটুডেতে প্রকাশিত ‘তুরস্কে পৌঁছাল ইরানি ত্রাণবাহী তৃতীয় বহর', 'এরকম ভ্রাতৃপ্রতীম দেশকে পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি: তুরস্ক’ শিরোনামে খবরটি ইসলামিক রিপাবলিক অব ইরানকে আরও সম্মানিত করেছে। 

মহান আল্লাহ তাআলা ইসলামিক রিপাবলিক অব ইরান-এর সর্বোচ্চ নেতা, রাষ্ট্রপতি ও রাষ্ট্র পরিচালকদেরকে এবং জনগনকে ভালো এবং সুস্থ রাখুন। ফুলে-ফসলে পরিপূর্ণ হয়ে উঠুক ইসলামিক রিপাবলিক অব ইরান। সুখে শান্তিতে থাকুক ইসলামিক রিপাবলিক অব ইরান-এর সবাই।

 

শুভেচ্ছান্তে
এস. এম. হৃদয় রহমান,
ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী।
গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,
ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, দেশ : বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ