‘প্রিয়জন’ শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের এক আন্তঃযোগাযোগ মাধ্যম
https://parstoday.ir/bn/news/letter-i120506-প্রিয়জন’_শ্রোতাদের_সঙ্গে_রেডিও_তেহরানের_এক_আন্তঃযোগাযোগ_মাধ্যম
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার সংস্থার বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) শ্রোতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগপূর্ণ একটি অনুষ্ঠান নিয়মিত আয়োজন করে যাচ্ছে যা ‘প্রিয়জন’ নামে পরিচিত। ‘প্রিয়জন’ শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের এক আন্তঃযোগাযোগ মাধ্যম। প্রিয়জন-এর মাধ্যমে রেডিও তেহরান এবং এর অনলাইন সংস্করণ পার্সটুডের এক গভীর যোগাযোগ তৈরি হচ্ছে শ্রোতাদের সঙ্গে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৯, ২০২৩ ১৪:৫৬ Asia/Dhaka
  • ‘প্রিয়জন’ শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের এক আন্তঃযোগাযোগ মাধ্যম

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার সংস্থার বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) শ্রোতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগপূর্ণ একটি অনুষ্ঠান নিয়মিত আয়োজন করে যাচ্ছে যা ‘প্রিয়জন’ নামে পরিচিত। ‘প্রিয়জন’ শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের এক আন্তঃযোগাযোগ মাধ্যম। প্রিয়জন-এর মাধ্যমে রেডিও তেহরান এবং এর অনলাইন সংস্করণ পার্সটুডের এক গভীর যোগাযোগ তৈরি হচ্ছে শ্রোতাদের সঙ্গে।

রেডিও তেহরান শ্রোতাদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিধায় প্রিয়জন অনুষ্ঠান দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শ্রোতাদের মাঝে। রেডিও তেহরান আন্তর্জাতিক বেতারমাধ্যমগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে শ্রোতাদের ভালোবাসায়। ইনশাআল্লাহ রেডিও তেহরান আরও জনপ্রিয় হবে সেটাই প্রত্যাশা করি সব সময়।

আন্তর্জাতিক বেতার মাধ্যম হিসেবে বাংলা ভাষাকে রেডিও তেহরান যেভাবে গুরুত্ব দিয়ে অনুষ্ঠান প্রচার করে তা অন্যান্য বেতার মাধ্যমে কমই দেখা যায়, অনেকক্ষেত্রে দেখা যায় না বললেই চলে। রেডিও তেহরান অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাভাষী শ্রেতাবান্ধব একটি আন্তর্জাতিক বেতার মাধ্যম, যে কারণে রেডিও তেহরানে দিন দিন বাংলা ভাষাভাষী শ্রোতা বৃদ্ধি পাচ্ছে।

ইসলামী আদর্শ তথা আহলে বাইত (আ.)-এর আর্দশকে জানতে বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেডিও তেহরান।

রংধনু আসর: 'আহলে বাইতের ইমামদের কয়েকটি ঘটনা' শিরোনামে যে অনুষ্ঠানটি ২০১৭ সালে রেডিও তেহরানে প্রচারিত হয়েছিল এবং পার্সটুডেতে প্রকাশিত হয়েছিল তা থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে বিশেষ ভূমিকা রেখেছে।

যেমন-

‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পরিবার। নবী-পরিবারের মনোনীত কয়েকজন সদস্যকে অর্থাৎ হযরত ফাতিমা যাহরা (সা. আ.), হযরত আলী (আ.) এবং তাঁদের দুই পুত্র হযরত হাসান (আ.) ও হযরত হোসাইন (আ.)-এই চারজন এবং নবী বংশেরই পরবর্তী আরও ৯ জন নিষ্পাপ ইমামকে মহানবীর আহলে বাইত হিসেবে গণ্য করা হয়।’

মহান আল্লাহ সোবহানা তা আলা রেডিও তেহরান-এর সকল কলাকুশলী, শ্রোতা এবং শুভানুধ্যায়ীদেরকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। ইসলামিক রিপাবলিক অব ইরান এর সফলতা কামনা করছি।

 

শুভেচ্ছান্তে

এস. এম. হৃদয় রহমান

ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী

গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,

গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, দেশ : বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮