শ্রোতাদের মতামত
'রংধনু আসরে হিংসার যন্ত্রণাময় ক্ষতিকর দিক সম্পর্কে অবগত হয়েছি'
সুপ্রিয় মহোদয়, প্রীতি ও শুভেচ্ছা রইল। স্মৃতির স্বপ্ন নাটাই ঘুড়ির সুতোয় টান লাগল। মনে পড়ে গেল রংধনু আসর-এর কথা। ফেসবুকে পার্স টুডে'র পেইজ ঘেঁটে ঘেঁটে খুঁজে পেলাম রংধনুর চমৎকার এক গল্প- 'হিংসুটে চাষীর গল্প' শিরোনামে কবি হাসান হাফিজের অনুবাদে বুলগেরিয়ার প্রচলিত গল্পটি।
গরীব চাষীর অলৌকিকভাবে সুদিন আসলেও শুধুমাত্র হিংসার কারণ আবার তাকে গরীব হওয়ার ঘটনা থেকে বুঝতে পারলাম যে, হিংসার ফল কখনোই ভালো নয়। তাছাড়া আশরাফুর রহমানের তৈরিকৃত ঐ রংধনু আসরে হিংসার কুফল সম্পর্কে পবিত্র কোরআনে সূরা ফালাক-এর বিষয়বস্তু এবং রাসুল (সা.) এর উদ্ধৃতি শুনেও হিংসার যন্ত্রণাময় ক্ষতিকর দিক সম্পর্কে অবগত হয়েছি।
অনুষ্ঠানের শেষাংশে কবি আসাদ বিন হাফিজের লেখা 'মেট্রোরেলের ছড়া'টি ভীষণ ভালো লেগেছে। রংধনু তার সাত রঙে এভাবেই শিশু-কিশোরসহ সবাইকে আদর্শ শিক্ষায় রাঙিয়ে যাচ্ছে। ধন্যবাদ রংধনুর সকল কলাকুশলীকে। তো আজ এখানেই ইতি টানছি।
হারুন অর রশীদ
গ্রাম: পূর্ব নলছিয়া পো: বিনোদটঙ্গী
থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০
বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।