শ্রোতাদের মতামত
'আলাদা বৈশিষ্ট্যের কারণে রেডিও তেহরান শ্রোতাদেরকে সহজেই আকৃষ্ট করে'
-
আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগ কমিটির প্রথম ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভায় নেতৃবৃন্দ
আসলামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমি মনে করি সুদূর ইরান থেকে ইথারে ভেসে আসা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান একের পরে এক শ্রোতাদের মন জয় করেই চলেছে।
ক্লাব কার্যক্রমের খবর
রেডিও তেহরানের শ্রোতাদের আরও সক্রিয় করার লক্ষ্যে রংপুর বিভাগে গত ৭ জুলাই প্রতিষ্ঠিত হয়েছে ৫১ সদস্যবিশিষ্ট আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ- রংপুর বিভাগ।
প্রতিষ্ঠালগ্ন থেকেই কমিটির সদস্যগণ নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন এবং মতামত জানিয়ে পত্র লিখছেন। অত্যন্ত আনন্দের বিষয় যে, রেডিও তেহরানের অনুষ্ঠান শ্রবণে শ্রোতাদের সংখ্যায় রংপুর বিভাগীয় কমিটির সদস্যরাই শীর্ষে।
গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগ কমিটির প্রথম ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা রংপুর শহরে অনুষ্ঠিত হয়। সদস্যদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা, শ্রোতা সংখ্যা বৃদ্ধি করা, কুইজে নিজে অংশগ্রহণ করা এবং অন্যকেও অংশগ্রহণের উৎসাহ দেওয়া, নিজে অনুষ্ঠান শোনা এবং অন্যকেও অনুষ্ঠান শুনতে উদ্বুদ্ধ করা, নিয়মিত মতামত জানিয়ে পত্র লেখা, রেডিও তেহরানের অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিকগুলো মানুষের সামনে উপস্থাপন করা ছাড়াও রেডিও তেহরানের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আর ত্রৈমাসিক পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ করা, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা, আগামী শীতকালে গরিব-অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করাসহ বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়। এসব পরিকল্পনা বাস্তবায়নে কমিটির সদস্যগণ নিজেদের জোরালো ইচ্ছা ব্যক্ত করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে রংপুর শহরের আরডিএসএস প্রাঙ্গনে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠান সম্পর্কে মতামত
রেডিও তেহরানের অনুষ্ঠানের আলাদা মোহ এবং বৈশিষ্ট্য আছে যা সহজেই শ্রোতাদের মনকে আকৃষ্ট করে। আর তাইতো রেডিও তেহরানের শ্রোতাদের সংখ্যা দিনদিন বেড়েই চলছে। শিশু থেকে বৃদ্ধ বয়স সর্বস্তরের মানুষের জন্যই প্রচারিত হয় রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান। গত ১৮ সেপ্টেম্বর তারিখে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠান এবং ১৯ সেপ্টেম্বর তারিখে প্রচারিত গল্প ও প্রবাদের গল্প আমার অত্যন্ত ভালো লেগেছে। এ জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে ধন্যবাদ।
প্রেরক
ড. মো. মোস্তাফিজুর রহমান
সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ- রংপুর বিভাগ
পূর্ব গোয়ালু বুড়িরহাট ফার্ম, রংপুর সিটি, রংপুর।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮