রেডিও তেহরানের 'সুন্দর জীবন' অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় ও জনকল্যাণমূলক
(last modified Sat, 04 Nov 2023 14:14:56 GMT )
নভেম্বর ০৪, ২০২৩ ২০:১৪ Asia/Dhaka
  • রেডিও তেহরানের 'সুন্দর জীবন' অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় ও জনকল্যাণমূলক

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কুরআনের ভাষ্যমতে মহান আল্লাহ তা'আলা মানব জাতিকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে তিনি পবিত্র কুরআনের সূরা আত্ তীনে বলেছেন, 'লাকাদ খালাক নাল ইনসানা ফি আহসানে তাকভিম' অর্থাৎ 'আমি মানবজাতিকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি'।

এই সুন্দর অবয়বের অধিকারী মানুষগুলোর সুন্দর চেহারার পাশাপাশি আচরণ, কথাবার্তা, চাল-চলন, কাজ-কর্ম সবকিছুই সুন্দর হওয়া আবশ্যক। মানব জাতিকে মহান আল্লাহ যে উদ্দেশ্যে প্রেরণ সৃষ্টি ও পৃথিবীতে প্রেরণ করেছেন সে উদ্দেশ্যকে সামনে রেখেই মানুষের জীবনকে সাজানো আবশ্যক। কিন্তু মানুষ মহান আল্লাহ তাআলার সেই উদ্দেশ্যকে উপেক্ষা করে নিজের মনগড়া ও ভ্রান্ত আকিদা, বিশ্বাস এবং নিজের খেয়ালখুশি মতো চলছে চলছে এ ধরণীর বুকে। অনেকেই আবার আধুনিকতার ছোঁয়ায় নিজে যেমন শিষ্টাচার বহির্ভূত জীবন যাপন করছে তেমনি সন্তানদেরকেও শিষ্টাচার সম্পর্কিত শিক্ষা থেকে বহু দূরে সরিয়ে রাখছে। ফলে শান্তিময় পৃথিবীতে বাঁধছে অশান্তির দানা। যে কারণে পৃথিবীতে বর্তমানে নেই ভালোবাসা নেই, সম্মানবোধ কিংবা আত্মবোধ। যেটুকু আছে সেটুকু জোর করে। যে যেমন পারছে শিখছে; যেমন পারছে চলছে। চলায় যেন নেই কোন বাধা।

কথায় বলে- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারাই জাতির আগামী দিনের কর্ণধার। তাই শিশুদেরকে শিষ্টাচার ও নৈতিক মূল্যবোধ সম্পর্কিত শিক্ষাদান আবশ্যক। আর এ দায়িত্বটা পুরোপুরি বর্তায় অভিভাবক সমাজের উপর। বিশেষ করে পারিবারিক শিক্ষা শিশুদের মানসিক বিকাশের উপরে প্রভাব ফেলে বিস্তর। এদিক বিবেচনায় শিশু শিষ্টাচার বহির্ভূত কাজ করলে তার পুরো দায়ভার এসে পৌঁছায় অভিভাবকের উপরে। কারণ শিশুকে পারিবারিক যেভাবে শিক্ষা দেয়া হয় সেভাবেই সে গড়ে ওঠে, নিজেকে বিকশিত কর। তাই ছোট বেলা থেকেই শিশুদের শিষ্টাচার সম্পর্কিত শিক্ষা দেওয়া প্রত্যেক পিতা মাতা এবং  অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য।

আমার সবচেয়ে প্রিয় রেডিও তেহরান থেকে প্রচারিত গত ০৩ নভেম্বর ২০২৩ তারিখের রাতের অধিবেশন শুনছিলাম। পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা শেষে বিশ্ব সংবাদ এবং বাংলাদেশ ও ভারতের দৈনিক সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলোর আলোচনা ও পর্যালোচনা শেষে প্রচারিত হলো শিশুদের শিষ্টাচার শেখানো বিষয়ক সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান 'সুন্দর জীবন'। উপস্থাপনায় ছিলেন আক্তার জাহান ও রেজোয়ান হোসেন ভাই। অনুষ্ঠানটি গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। সত্যি সত্যি এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় ও জনকল্যাণমূলক অনুষ্ঠান যে অনুষ্ঠানটির মাধ্যমে প্রত্যেক শিশুকে আদর্শ ও নীতিবান শিশুরূপে প্রতিপালিত করা সম্ভব। তাই সুন্দর এ অনুষ্ঠানটি প্রচার করার জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে আমার সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

প্রেরক

ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান

সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ,

রংপুর বিভাগ, রংপুর সিটি, রংপুর।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪