নভেম্বর ০৭, ২০২৩ ২১:৩৬ Asia/Dhaka
  •  রংধনু আসর: জ্ঞান ও আনন্দের খোরাক জোগানোর রসদ মেশানো একটি আয়োজন

আসসালামু আলাইকুম। প্রীতিমাখা ভালোবাসা ও একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা নেবেন। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের নেক দোয়ায় কুশলেই আছি।

প্রিয় বেতার রেডিও তেহরানের কোনো একটি অনুষ্ঠানকে খাটো করে দেখে নির্দিষ্ট কোনো অনুষ্ঠানের গুণকীর্তন বা প্রশংসা করার সৎসাহস কিংবা দুঃসাহস কোনটাই কখনো ছিল না বরং এখনো নেই। তবু্ও আমাদের একেকজনের একেকটি বিষয়ে জানার জন্য ভিন্নরকম আগ্রহ ও ভালো লাগা কাজ করে। বিষয় বিবেচনায় ভিন্ন ভিন্ন স্বাদের পসরা সাজিয়ে গ্রন্থিত প্রতিটি অনুষ্ঠান প্রতিনিয়ত আমাদের চাহিদা পূরণ করে চলেছে। এজন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানানোর ভাষাও আমার জানা নেই।

যাইহোক একইসাথে জ্ঞান ও আনন্দের খোরাক জোগানোর রসদ মিশিয়ে সববয়সী শ্রোতাদের মন জয় করার অন্যতম একটি আয়োজন 'রংধনু আসর'। যদিও মূলতঃ এটিকে শিশু-কিশোরদের অনুষ্ঠান হিসেবেই পরিবেশন করা হয়। কিন্তু আমার মনে হয় ৭০/৮০ বছরের বয়স্ক শ্রোতারাও নিজেদের কিশোর বয়সে ফিরিয়ে নিয়ে অধীর আগ্রহে প্রতি বৃহস্পতিবারের 'রংধনু' শোনার অপেক্ষায় বসে থাকে।

আমার কাছে অন্যতম প্রিয় এই রংধনু'র গত কয়েকটি পর্ব ভীষণভাবে ভালো লেগেছে। ২৬ অক্টোবরের আসরে ধর্ম বিষয়ে বাড়াবাড়ি বা চরমপন্থার পরিণতি নিয়ে দুই প্রতিবেশী বন্ধুর সত্য কাহিনী বাস্তব জীবনে শিক্ষা গ্রহণের উজ্জ্বল দৃষ্টান্ত।

গত ১৯ অক্টোবরের পর্বে ওয়াদা পালনের গুরুত্ব সম্পর্কে ইসলামের বিধান, স্পেনের এক শহরের আরবীয় শেখের গল্প বিশেষভাবে ভালো লেগেছে। মেহরিমা'র আবৃত্তিতে আল মাহমুদের কবিতা 'ভয়ের চোটে' অসাধারণ ছিল।

গত ১২ অক্টোবরের শিক্ষণীয় ও মজার মজার গল্পগুলো ছিল চমৎকার। 'তখন সত্যি মানুষ ছিলাম' শিরোনামে নানজিবা ফাইরুজ সিলমি'র আবৃত্তি এবং 'ফিলিস্তিনের আর্তনাদ' শীর্ষক হোমায়রা আফরিন ইরা'র শিহরণ জাগানো গানটি ছিল হৃদয়স্পর্শী।

এতসব জ্ঞানগর্ভ ও চমৎকার অনুষ্ঠানমালা উপহার দেয়ার জন্য সুপ্রিয় আশরাফুর রহমান ভাই, গাজী আব্দুর রশিদ ভাই এবং আকতার জাহান আপাকেসহ সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও অকৃত্রিম কৃতজ্ঞতা।

সবাই ভালো থাকুন সবসময় সবখানে, এমন শুভ কামনা জানিয়ে আপাততঃ রাখছি।

 

আব্দুল কুদ্দুস মাস্টার,

সাধারণ সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ , রংপুর বিভাগীয় শাখা।

এবং সভাপতি ,শাপলা শর্টওয়েভ লিসেনার্স ক্লাব

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

ট্যাগ