শ্রোতাদের মতামত
'রেডিও তেহরান শ্রোতাদেরকে চুম্বকের মতো ধরে রাখতে পেরেছে'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। আজ আমার প্রতিষ্ঠানে বার্ষিক সাধারণ সভা ও ডিনার পার্টি ছিল। সুতরাং বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত আমি উক্ত এজিএম ও ডিনার পার্টিতে যোগ দেই। তবে রাত সাড়ে আটটায় এজিএম-অনুষ্ঠান চলা অবস্থাতেই মোবাইলে যুক্ত হই রেডিও তেহরানের বাংলা'র সান্ধ্য অধিবেশনে। আমার সাথে আমার কয়েকজন সহকর্মীও অনুষ্ঠান শুনেছেন।
আসলে রেডিও তেহরান এক নেশার নাম। কেউ নিয়মিত শ্রোতা হয়ে গেলে নানা প্রতিবন্ধকতাও তাকে অনুষ্ঠান শোনা থেকে বিচ্যূত করতে পারে না। অথবা বলা যায় যে, অনুষ্ঠান না শুনে সে থাকতে পারে না। আর আমি মনে করি, এটিই রেডিও তেহরানের বড় সাফল্য। শ্রোতাদেরকে এভাবে চুম্বকের মত আকর্ষণ করা, চুম্বকের মত ধরে রাখা সহজ কথা নয়। রেডিও তেহরান সেটা পেরেছে।
রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (০১/০১/২০২৪, সোমবার) প্রচারিত অনুষ্ঠানগুলো হলো বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, প্রিয়জন ও কথাবার্তা। তন্মধ্যে প্রিয়জন যে বেশি ভালো লেগেছে সেকথা বলার অপেক্ষা রাখে না।
গাজী আবদুর রশিদ ও আকতার জাহানের উপস্থাপনায় আজকের প্রিয়জনে শুরুতেই ইমাম হযরত আলী (অ.) এর একটি বাণী প্রচারিত হয়। তিনি বলেছেন, শিক্ষা গ্রহণ করা অজ্ঞদের জন্য আল্লাহ বাধ্যতামূলক করেননি। কিন্তু শিক্ষা দেয়া জ্ঞানীদের জন্য বাধ্যতামূলক করেছেন। এর দ্বারা মহান আল্লাহ শিক্ষাদানের গুরুত্বের কথা বুঝিয়েছেন।
এরপর শ্রোতাদের প্রশ্নের উত্তর, মতামত ও অনুরোধ শুনলাম। বিভিন্ন শ্রোতার বৈচিত্রময় মতামত শুনতে পেরে খুব ভালো লেগেছে। এছাড়া কিশোরগঞ্জের মোহাম্মদ আসাদুজ্জামানের সাক্ষাৎকারও খুব ভালো লেগেছে। চমৎকার অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০
বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯