'প্রিয়জন হলো রেডিও তেহরানের সাপ্তাহিক ভাবসম্প্রসারণ'
(last modified Tue, 30 Jan 2024 14:11:05 GMT )
জানুয়ারি ৩০, ২০২৪ ২০:১১ Asia/Dhaka
  • 'প্রিয়জন হলো রেডিও তেহরানের সাপ্তাহিক ভাবসম্প্রসারণ'

জনাব, লেখার শুরুতে প্রিয়জন আসরের সবার প্রতি রইল আমার সালাম- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা নয়, হান্ডেড পারসেন্ট বিশ্বাস করছি, আল্লাহু সোবহানাহু তায়ালার অশেষ মেহেরবানীতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আর আপনাদের ভালো ও সুস্থ থাকাটা সবসময় কামনা করি। আমিও আমার পরিবার মিলে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালো এবং সুস্থ আছি। 

পর আলাপন, রেডিও তেহরান হলো বাংলা ভাষাভাষী মানব জাতির জন্য এক জনকল্যাণী গণমাধ্যম। যা আমাদের ইহকালীন ও পরকালীন শান্তি ও মুক্তির পথ দেখায়। এমন একটি গণমাধ্যমের শ্রোতা হতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করি। 

রেডিও তেহরানের সকল অনুষ্ঠান আমাদের হৃদয়কে আন্দোলিত করে। তাইতো আজ চিঠিপত্রের আসর 'প্রিয়জন' নিয়ে কিছু লিখতে বসেছি। 

রেডিও তেহরানের প্রিয়জন আসর অত্যন্ত চমৎকার একটি আসর। সাপ্তাহিক এই আসর শোনার জন্য অপেক্ষার প্রহর গুনি। অবশেষে যখন প্রিয়জন সামনে হাজির হয়, তখন এই আসর শুনে মুগ্ধ হয়ে যাই। কারণ আমার মতে, প্রিয়জন হলো রেডিও তেহরানের সাপ্তাহিক ভাবসম্প্রসারণ। একটা ছোট্ট বাক্যের বিস্তারিত বর্ণনাই হচ্ছে ভাবসম্প্রসারণ। পুরো সপ্তাহে প্রচারিত আসরগুলোর বর্ণনা শ্রোতাদের চিঠি কিংবা মেইলের মাধ্যমে চলে আসে প্রিয়জনে। আল্লাহ তায়ালার প্রদত্ত মেধা ও জ্ঞান দিয়ে শ্রোতাগণ আসরগুলোর ভালো লাগা, মন্দ লাগা বিষয় নিয়ে চমৎকার বর্ণনা সুস্পষ্টভাবে তুলে ধরেন। যা শুনে আমরা মুগ্ধ হয়ে যাই। 

শুধু তাই নয়, এই মতামতগুলোর সুন্দর সুন্দর জবাব পেয়ে আমরা আরো বিমোহিত হই। রেডিও তেহরানের প্রিয়জন আসর কেউ হঠাৎ করে শুনলেও বুঝতে পারবে রেডিও তেহরানের পুরো সপ্তাহ জুড়ে কী হয়? রেডিও তেহরানের ভাবসম্প্রসারণভিত্তিক অনুষ্ঠান 'প্রিয়জন' সকল শ্রোতার কাছে হয়ে উঠুক- প্রিয় এই আশা ব্যক্ত করে আজকের মত এখানেই শেষ করছি। 

 

মা'আসসালাম,
মোঃ আজিনুর রহমান লিমন,
সহ-সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগ,
সহকারি শিক্ষক, আকাশকুড়ি মুন্সিপাড়া দাখিল মাদরাসা,
মিয়া পাড়া, চাপানী হাট, ডিমলা, নীলফামারী। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

ট্যাগ