রংধনু আসর: ছোট-বড় সকলেরই প্রিয় একটি অনুষ্ঠান
https://parstoday.ir/bn/news/letter-i134670-রংধনু_আসর_ছোট_বড়_সকলেরই_প্রিয়_একটি_অনুষ্ঠান
পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আশা করি আল্লাহর রহমতে সকলে কুশলে আছেন। আজকের লেখায় ১৬/০২/২০২৪ তারিখের রংধনু আসর অনুষ্ঠান নিয়ে সংক্ষিপ্ত মতামত তুলে ধরছি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১৯:১৬ Asia/Dhaka
  •  রংধনু আসর: ছোট-বড় সকলেরই প্রিয় একটি অনুষ্ঠান

পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আশা করি আল্লাহর রহমতে সকলে কুশলে আছেন। আজকের লেখায় ১৬/০২/২০২৪ তারিখের রংধনু আসর অনুষ্ঠান নিয়ে সংক্ষিপ্ত মতামত তুলে ধরছি।

শিশু-কিশোর বন্ধুদের জন্য সাপ্তাহিক রংধনু আসর প্রচারিত হয় প্রতি বৃস্পতিবার। চমৎকার শিক্ষণীয় গল্প, কবিতা আবৃত্তি, গান ও নানা স্বাদের আঙ্গিকে সাজানো হয় ছোট-বড় সকলের প্রিয় রংধনু আসর। রংধনু আসর ছোট-বড় সকলেরই প্রিয় একটি অনুষ্ঠান।

১৬/০২/২০২৪ তারিখে ছোট্ট কিশোর বন্ধুদের জন্য সাপ্তাহিক রংধনুর আসরে আফ্র-আমেরিকায় প্রচলিত রূপকথার গল্প ও চমৎকার গান নিয়ে সাজানো অনুষ্ঠান দারুণ ভাবে উপভোগ করলাম। বনের রাজা দাম্ভিক সিংহ, খরগোশ এবং ভাল্লুক আর অবশেষে মানুষের দেখা পাওয়া নিয়ে চমৎকার গল্প। পশু-পাখিদের উপর মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে অসাধারণ একটি গল্প।

আসরের শেষ পর্যায়ে আব্দুল লতিফার কথা ও সুরে 'একটা শেয়াল' শিরোনামের গানটি শুনলাম শিশুশিল্পী নওরিন কুশের তাইফার কণ্ঠে। গানটি খুবই ভালো লাগলো।

"একটা শেয়াল" শিরোনামের একটি গান এবং বনের রাজা দাম্ভিক সিংহ, খরগোশ এবং ভাল্লুক আর অবশেষে মানুষের দেখা পাওয়া নিয়ে আফ্র-আমেরিকায় প্রচলিত রূপকথার গল্পে সাজানো আজকের সামগ্রিক অনুষ্ঠান অত্যন্ত মনোগ্রাহী ও অসাধারণ মানের ছিল।

আর আজকের রংধনু আসরের এ পর্বটিও অত্যন্ত চমৎকার ও সুন্দরভাবে গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আমাদের সবার প্রিয় আশরাফুর রহমান ভাই। আশরাফুর রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেইসাথে ধন্যবাদ জানাই গাজী আবদুর রশীদ এবং আমি আকতার জাহান আপাকে চমৎকার উপস্থাপনায় অসাধারণ একটি গল্প উপহার দেওয়ার জন্য।

রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের জন্য নিরলস ভাবে মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশনের জন্য।    

আবারও কথা হবে ইনশাআল্লাহ। ত্রুটি মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন। সুন্দর ও সুস্থ থাকবেন। আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো। খোদা হাফেজ।

 

মহ: হাফিজুর রহমান

চুপী মিলন সংঘ

গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা:- পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯