'সামরিক ক্ষেত্রে ইরানের বিস্ময়কর সাফল্য পশ্চিমা বিশ্বের বুকে কাঁপন ধরাবে'
https://parstoday.ir/bn/news/letter-i135224-'সামরিক_ক্ষেত্রে_ইরানের_বিস্ময়কর_সাফল্য_পশ্চিমা_বিশ্বের_বুকে_কাঁপন_ধরাবে'
আসসালামু আলাইকুম! রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইলো ঋতুরাজ বসন্ত একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা ও প্রার্থনা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৫, ২০২৪ ১৬:০৪ Asia/Dhaka
  • 'সামরিক ক্ষেত্রে ইরানের বিস্ময়কর সাফল্য পশ্চিমা বিশ্বের বুকে কাঁপন ধরাবে'

আসসালামু আলাইকুম! রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইলো ঋতুরাজ বসন্ত একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা ও প্রার্থনা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ও পার্সটুডে ওয়েব সাইটের মাধ্যমে জানতে পারলাম যে, গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ে ইরান ১৪তম স্থান অধিকার করেছে। সামরিক শক্তিতে ইরানের এই উত্থানকে আমরা মোবারকবাদ জানাই।

গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক বিষয়ক একটি ওয়েব সাইট। এই ওয়েব সাইট ৬০ টিরও বেশি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১৪৫টি দেশের সামরিক শক্তির র‍্যাঙ্কিং করেছে। ওই র‍্যাঙ্কিংয়ে ইরানকে ১৪তম স্থান দেওয়া হয়েছে। "গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স" সামরিক ইউনিটের সংখ্যা, অর্থনৈতিক অবস্থা, পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষমতা এবং ভৌগোলিক কারণসহ ৬০টিরও বেশি বিষয় বিবেচনা করে নির্ণয় করে থাকে।

আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের হাজার হাজার নিষেধাজ্ঞা, বিরোধিতা, গুপ্ত হত্যা এসব কিছু উপেক্ষা করে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজস্ব দক্ষতায় সামরিক সক্ষমতা অনেকের কাছেই বিস্ময়ের।

ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকেই প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে দর্শনীয় পর্যায়ের অগ্রগতি লাভ করেছে। ইরান এখন স্টিলথ ড্রোন উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে পঞ্চম এবং সাবমেরিন তৈরিতে দশম স্থানে রয়েছে।

ইরানের এই সাফল্যে পশ্চিমা বিশ্বের বুকে কাপন ধরাবে সন্দেহ নেই। আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে আরও আরও সাফল্য কামনা করি।

 

শুভেচ্ছান্তে,

এস এম নাজিম উদ্দিন

বারুইপাড়া মুর্শিদাবাদ

পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫