মার্চ ১২, ২০২৪ ১৭:৫৮ Asia/Dhaka
  • চিঠিপত্রের আসর 'প্রিয়জন' নিয়ে প্রিয়জনের কিছু কথা

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল পবিত্র রমজানের শুভেচ্ছা। রেডিও তেহরানের অনুষ্ঠান সূচিতে চিঠিপত্রের আসর 'প্রিয়জন' বাদ পড়ার খবরে সবার মতো আমারও ভীষণ খারাপ লেগেছে। 

 শর্টওয়েভে অনুষ্ঠান যেখানে কমে গিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে সেখানে অনুষ্ঠান যে কাটছাঁট হবেই তাতে কোনো সন্দেহ নেই! কিন্তু সপ্তাহে অন্তত একদিন শ্রোতা পাঠকদের মতামতের আসরটি রাখলে ভালো হতো।

এ বিষয়ে আমার পরামর্শ হলো: প্রতি সপ্তাহে শ্রোতাদের লেখা মেইল চিঠির লিখিত জবাব দেওয়া একটি প্রতিবেদন (যেমন ভাবে প্রিয়জন আসরের লিখিত ফাইল প্রতিবেদন ওয়েবে দেওয়া হতো) ওয়েবে দেওয়া যেতে পারে। সেখানে মতামতের অডিও ফাইলও যোগ করা যেতে পারে। তাহলে শ্রোতারা সাক্ষাৎকার দিতে পারবেন। 

বহির্বিশ্বের অনেক প্রচার মাধ্যম এটা করে থাকে (যেমন রেডিও রোমানিয়া ইন্টারন্যাশনাল, ভয়েস অফ ভিয়েতনাম, রেডিও হাভানা প্রভৃতি)। তাহলে শ্রোতা পাঠকরা নিয়মিত মতামত পাঠাতে উৎসাহ বোধ করবে বলে আমার বিশ্বাস। এর সাথে তো 'মতামত বিভাগে' ভালো ও মানসম্মত লেখাগুলো প্রকাশ করা অব্যাহত থাকবে।

যদি প্রিয়জন অনুষ্ঠান ফিরিয়ে আনা যায়, সেটা সব চেয়ে বেশি ভালো হবে। না হলে এমন পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল।

মন্দের ভালো রেডিও তেহরান এখনও শর্টওয়েভ প্রচার তরঙ্গে থাকছে। আমি শঙ্কা করেছিলাম যে, আর সব তাবড় তাবড় বেতারের সারিতে রেডিও তেহরান ও বুঝি সামিল হয়ে গেল! তবে এটা ঠিক যে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তার জন্যে পরিবর্তনও কাম্য। রেডিও তেহরানের আলাদা এক্সক্লুসিভ নতুন ওয়েব সাইটের ডিজাইন চমৎকার হয়েছে। নতুনভাবে আমরা নতুন ওয়েব সাইট থেকে নিজের সময় সুযোগ মত অনুষ্ঠান শুনে ও পড়ে নিতে পারব। এটাইবা কম কিসের! তার সাথে শ্রোতা পাঠকদের সাথে নিবিড় যোগাযোগ অব্যাহত থাকবে নিশ্চয়। এখনকার মতই শ্রোতা-পাঠক বান্ধব কর্মসূচিগুলো অব্যাহত রাখার পাশাপাশি, আরোও শ্রোতা-পাঠককেন্দ্রিক তৎপরতা নিয়ে চিন্তা-ভাবনা করার অনুরোধ রইল।সকলে ভালো ও সুস্থ থাকুন এই কামনায়-

আপনাদের শুভাকাঙ্ক্ষী

এস এম নাজিম উদ্দিন

মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ