'সোনালি সময়' অনুষ্ঠানের পর্বগুলো একেকটি দিক নির্দেশনা
আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহ। রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা।
জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো যৌবনকাল। এই সময়টা যদি অযত্ন, অবহেলা এবং গুরুত্বহীনভাবে অপচয় করি, তাহলে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয় নিজের জীবন এবং পরিবার। যুবকদের সোনালী এই সময়কে গুরুত্ব দিয়ে দিকনিদের্শনামূলক প্রচারিত পর্বগুলো অনেক ভালো লাগে। প্রতিটি পর্বই অনেক গুরুত্বপূর্ণ। এমনকি প্রতিটি পর্বের বিশেষ গুরুত্ব আছে।
তবে আমার কাছে বেশ চমকপ্রদ লেগেছে- ”যুবসমাজ ও ফ্যাশন” পর্বটি। সোশ্যাল মিডিয়ার প্রভাবে গা ভাসিয়ে দিয়ে যুবকরা যেভাবে বিদেশি কালচার এবং মেয়েলি স্বভাবকে গোগ্রাসে গিলছে, তাতে সত্যিই চিন্তার বিষয়। অথচ যেখানে যুবকদের একটা ব্যক্তিত্ব থাকা উচিত ছিল। নিজের চিন্তা চেতনায় একটা রুচিশীলতার পরিচয় দেয়া উচিত ছিল। এই বিষয়গুলোকে যেভাবে রেডিও তেহরান তুলে আনছে, যুবকদের সংশোধনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রেডিও তেহরানকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যাশা এই পর্ব গুলোতে আরো নতুন নতুন বিষয়গুলো সংযোজন করে পর্বটাকে দীর্ঘায়িত করা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মা’আস সালাম।
ধন্যবাদান্তে
মাহমুদুল হাসান
গ্রামঃ জগদল, পোঃ মুজাহিদাবাদ (কলোনী)-৫১২০
উপজেলা: রাণীশংকৈল, জেলা: ঠাকুরগাঁও, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।