'ইসলামপ্রিয় মানুষের কাছে রেডিও তেহরান খুবই আদরনীয় গণমাধ্যম'
সুপ্রিয় প্রিয়জন, আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই। আমরাও ভালো। আমি মনে করি- ইসলামপ্রিয় মানুষের কাছে রেডিও তেহরান খুবই আদরনীয় একটি গণমাধ্যম- যার তুলনা সে নিজেই।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থার ৬ষ্ঠ পর্ব শুনলাম এবং এই পর্ব শুনে যা জানলাম আর তা হল-আবেগ ও ভালোবাসামাখা সম্পর্ক এবং যোগাযোগ কেবল তখনি সম্ভব যখন মানুষ সামনাসামনি বসে কথা বলে, ভাব বিনিময় করে।
মানুষের উদ্বেগ ও হতাশার একটি বড় কারণ হলো-মানসিক চাপ ও অস্থিরতা। মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ উৎকণ্ঠা-এ সবই মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলে।
আপনাদের ওয়েবসাইট ভিজিট করে জানতে পারলাম যে, ১৮ অক্টোবর থেকে ইরান কোনো আইনগত বাঁধা ছাড়াই যেকোনো দেশের কাছ থেকে নিজের প্রয়োজনমত অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে এবং যেকোনো দেশের কাছ বিক্রি করতে পারে। গোটা মুসলিম বিশ্বের কাছে এটা একটা খুশীর খবর।
বিশ্ব সমাজের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সমাজ ইরানের পরমানু সমঝোতা ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১নং প্রস্তাব রক্ষা করেছে। ধন্যবাদ।
এইচ, এম, তারেক
প্রেসিডেন্ট, উৎস ডিএক্স কর্ণার
আলী সাহারদি, মদনগঞ্জ, নারায়ণগঞ্জ
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।