‘শ্রোতারা রেডিও তেহরানের প্রতি তাদের ভালোবাসা উজাড় করে দিচ্ছে’
https://parstoday.ir/bn/news/letter-i84390
আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো যখন ডিজিটালাইজ হচ্ছে, শর্টওয়েভ বাদ দিয়ে অনলাইনভিত্তিক হচ্ছে, শ্রোতাদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান প্রচার করা হচ্ছে না, শ্রোতাগণ যখন আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলোর প্রতি নিরুৎসাহিত হতে লাগল- ঠিক তখন রেডিও তেহরান শ্রোতাদের পাশে এসে দাঁড়িয়েছে।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
নভেম্বর ০৪, ২০২০ ১৮:১৬ Asia/Dhaka
  • ‘শ্রোতারা রেডিও তেহরানের প্রতি তাদের ভালোবাসা উজাড় করে দিচ্ছে’

আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো যখন ডিজিটালাইজ হচ্ছে, শর্টওয়েভ বাদ দিয়ে অনলাইনভিত্তিক হচ্ছে, শ্রোতাদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান প্রচার করা হচ্ছে না, শ্রোতাগণ যখন আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলোর প্রতি নিরুৎসাহিত হতে লাগল- ঠিক তখন রেডিও তেহরান শ্রোতাদের পাশে এসে দাঁড়িয়েছে।

শ্রোতাদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান প্রচার করতে শুরু করল, কয়েক প্রকারের প্রতিযোগিতা দিয়ে শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে। বিনিময়ে শ্রোতাগণ তাদের ভালোবাসা উজাড় করে দিচ্ছে রেডিও তেহরানের প্রতি। শ্রোতাদের এই ভালবাসা অব্যাহত থাকবে। প্রতিটা অনুষ্ঠানের গুণাগুণ জানিয়ে শ্রোতাবন্ধুগণ রেডিও তেহরানকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছে। রেডিও তেহরান ও সানন্দে তা গ্রহণ করছে। ধন্যবাদ রেডিও তেহরানকে।

রেডিও তেহরান থেকে মাসিক কুইজ প্রতিযোগিতা ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতাদের পুরস্কৃত করা হচ্ছে। তবে কী পুরস্কার দেওয়া হবে তা আমাদের অজানা। আমরা আশা করি রেডিও তেহরান শ্রোতাদের পুরস্কার হিসেবে ইরানের ঐতিহ্য বহনকারী কোনো পুরস্কার দেবেন। যে পুরস্কারটি ইরানের স্মৃতি বহন করবে, আমরা গর্বের সাথে অন্যদের বলতে পারব যে, এটা ইরানের পণ্য, রেডিও তেহরান থেকে পাওয়া। বিষয়টি বিবেচনা করে দেখবেন।

আজ আর নয়, কথা হবে অন্যদিন।

 

কামাল হোসাইন

পরিচালক, ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব

গ্রাম: জগন্নাথদী মোল্যাবাড়ী

পোস্ট: ব্যাসদী গাজনা ৭৮৫০, উপজেলা: মধুখালী

জেলা: ফরিদপুর, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।