ঢাকায় রেডিও তেহরানের শ্রোতাদের মতবিনিময় ও চা-চক্র অনুষ্ঠিত
-
শ্রোতাদের মাঝে উপহার ও পুরস্কার বিতরণ
বাংলাদেশের রাজধানী ঢাকায় রেডিও তেহরানের শ্রোতাদের মতবিনিময় এবং চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) ঢাকার মিরপুরের একটি রেস্টুরেন্টে অনেকটা সীমিত ও ঘরোয়া পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভয়েস অফ ডিএক্স-ইং এর প্রধান নিবার্হী কর্মকর্তা মনজুর আলম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেডিও তেহরান সিনিয়র নিউজ এডিটর সিরাজুল ইসলাম, ঢাকার বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান এবং সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমান।

শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন বেতারালাপ শ্রোতা ক্লাবের সভাপতি এম আলম, 'আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব' রংপুরের সভাপতি এটিএম আতাউর রহমান রঞ্জু, বি এম ফয়সাল আহমেদ, মোঃ তাসনুর ইসলাম, ন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি খোন্দকার এরফান আলী বিপ্লব, উৎস ডিএক্স কর্নারের সভাপতি এইচ এস তারেক, স্কাই ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম, মনিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হযরত বিল্লাল এবং অনলাইন ডিএক্স ক্লাবের সভাপতি আবু সাঈদ।

সভায় শ্রোতাদের পক্ষ থেকে বাংলাদেশে রেডিও তেহরানের কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা ও নিজেদের অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। পাশাপাশি মাঝেমধ্যে এ ধরনের মতবিনিময় অনুষ্ঠান আয়জনের অনুরোধ করেন তারা।
শ্রোতাদের পক্ষ থেকে বলা হয়- রেডিও তেহরান বিশ্বের একমাত্র রেডিও চ্যানেল যারা ইসলামি ও মুসলিম চেতনার আলোকে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে শীর্ষস্থানীয় ভূমিকা রাখছে। এর মাধ্যমে বাংলাদেশের বহু মানুষ যেভাবে সারা বিশ্বের সত্য খবর জানা সুযোগ পান তেমনি রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠান শুনে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার পথ খুঁজে পান।

এসময় শ্রোতাদের পক্ষ থেকে বিশেষভাবে এফএম রেডিও চালু জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
শ্রোতাদের দাবির আলোকে বাংলাদেশে এফএম ব্যান্ডে রেডিও অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করার বিষয়টি ইরানের জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষকে জানানো হবে বলে উল্লেখ করেন সাংবাদিক আশরাফুর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক নানা চাপ এবং সমস্যা মোকাবেলা করেই ইসলামি প্রজাতন্ত্র ইরান রেডিও তেহরানের মতো বহু সংখ্যক রেডিও ও টিভি চ্যানেলের কার্যক্রম অব্যাহত রেখেছে। নানামুখী সংকট সত্ত্বেও এ বিষয়ে কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি নেই বলে উল্লেখ করেন তিনি।
মত বিনিময় অনুষ্ঠান শেষে শ্রোতাদের মাঝে কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও কিছু উপহার সামগ্রী বিতরণ করা হয়।#
পার্সটুডে/এসআইবি/২৫