'রেডিও তেহরান আমার প্রাতঃভ্রমণের নিত্যসঙ্গী ও বিশ্বস্ত বন্ধু'
https://parstoday.ir/bn/news/letter-i85361
মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শ্রোতা। এছাড়া ফেসবুক পাতা এবং ওয়েবসাইটের পাঠক।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২০ ০৩:০০ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান আমার প্রাতঃভ্রমণের নিত্যসঙ্গী ও বিশ্বস্ত বন্ধু'

মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শ্রোতা। এছাড়া ফেসবুক পাতা এবং ওয়েবসাইটের পাঠক।

করোনা ভাইরাসের কারণে আমার সকালের একঘণ্টা প্রাতঃভ্রমণ দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি আবার প্রাতঃভ্রমণ শুরু করেছি। সকালে বাসা থেকে বের হয়েই আর্কাইভ থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান চালু করে হাঁটাহাঁটি শুরু করি। প্রথমেই সুললিত কণ্ঠে অর্থসহ কুরআন তেলাওয়াত শুনি। তারপর বিশ্বসংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, পত্রপত্রিকার আসর কথা-বার্তা, সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু, আসমাউল হুসনা, ইরানের পণ্য সামগ্রী, দর্পণ, স্বাস্থ্যকথা, প্রাচ্যবিদদের চোখে মহানবী (স.), ইরান ভ্রমণ, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা সমস্ত অনুষ্ঠান প্রতিদিন একের পর এক শুনতে থাকি।

৩ ডিসেম্বর ২০২০ রংধনু অনুষ্ঠানে ইসলামে চরম পন্থা নিয়ে গল্পটি এবং ৮ ডিসেম্বর ২০২০ দর্পণ অনুষ্ঠানে ইউরোপ ও প্রাচ্যের দেশগুলোতে ইসলাম ফোবিয়া ও ইসলাম বিদ্বেষ নিয়ে আলোচনা অনুষ্ঠান আমার খুব ভাল লেগেছে। অনুষ্ঠান শেষ হতে হতে আমার হাঁটাহাঁটিও শেষ।

মোটকথা রেডিও তেহরান প্রতিদিন আমার সকালের প্রাতঃভ্রমণের নিত্যসঙ্গী ও বিশ্বস্ত বন্ধু। চমৎকার সব অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। 

 

বিনীত

মোহাম্মদ জিল্লুর রহমান

সতিশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।