'রেডিও তেহরান বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে'
আসসালামু আলাইকুম। লেখনীর শুরুতে একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা।
প্রতিদিনের নিয়মিত পরিবেশনার পাশাপাশি ইরান ভ্রমণ, রংধনু, ইরানি পণ্যসামগ্রী, স্বাস্থ্য কথা ও কুরআনের আলো আমার অনেক ভালো লাগে যা আমি লিখে বুঝাতে পারব না। রেডিও তেহরান শ্রোতাদের নিকট বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এর অন্যতম কারণ হচ্ছে সুন্দর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি শ্রোতাদের গুরুত্ব দেয়া।
কিছুদিন আগে ঢাকায় শ্রোতাদের সাথে মতবিনিময় ও পুরস্কার বিতরণের আয়োজন শ্রোতাদের নিকট প্রশংসিত হয়েছে। শ্রোতারা বেতার কর্তৃপক্ষের কাছ থেকে একটু আন্তরিকতা পেলে খুব খুশি ও চিঠিপত্র লিখতে আগ্রহী হয় আর সেক্ষেত্রে শ্রোতাদের প্রতি রেডিও তেহরানের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
রেডিও তেহরানের শ্লোগান "পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার" আমার নিকট ভীষণ ভালো লাগে। সুদূর পারস্য উপসাগর থেকে ইথারে ভেসে আসা কন্ঠস্বর আমরা শ্রোতারা নিয়মিত উপভোগ করি যা ভীষণ আনন্দের।
ছোট্ট সোনামণিদের জন্য রেডিও তেহরানের সাপ্তাহিক আয়োজন 'রংধনু' আমার খুবই প্রিয় আর তাই আমি একটি শ্রোতাক্লাব গঠন করেছি যার নাম ঠিক করেছি 'রংধনু বেতার শ্রোতা সংঘ'। নামটি কেমন হয়েছে আশা করি জানাবেন। পরিশেষে রেডিও তেহরানের সাফল্য কামনায় আজকের মতো ইতি টানছি।
শুভেচ্ছান্তে,
শাওন হোসাইন
গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ
থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।