একজন ডিএক্সারের দৃষ্টিতে ময়মনসিংহে রেডিও তেহরানের মিলনমেলা
https://parstoday.ir/bn/news/letter-i85449
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। বিশ্বজুড়ে যখন করোনার তাণ্ডব, মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের ফলে যখন আমরা সামাজিকতাসহ পারিবারিক বন্ধন থেকে ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছি।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২০ ২০:৪৮ Asia/Dhaka
  • নভেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার গ্রহণ করছেন হারুন অর রশীদ
    নভেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার গ্রহণ করছেন হারুন অর রশীদ

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। বিশ্বজুড়ে যখন করোনার তাণ্ডব, মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের ফলে যখন আমরা সামাজিকতাসহ পারিবারিক বন্ধন থেকে ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছি।

তারারাও যত আলোক বর্ষ দূরে আমরাও যেন ঠিক তেমনি মানবিক সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছি! এমন ভাঙন, খরা আর পাতা ঝড়ার বিবর্ণ দিনে উত্তপ্ত, ব্যথাতুর হৃদয়ে এক পশলা বৃষ্টি হয়ে ভারত-বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের নানা প্রান্তের শ্রোতাদের মন ভিজিয়ে দিয়েছে গত ১৮ ডিসেম্বর ২০২০ তারিখে রেডিও তেহরান আয়োজিত শ্রোতা মিলনমেলা।

ছোট্ট পরিসরে বিভাগীয় পর্যায়ের এই আয়োজন যা অনুষ্ঠিত হয়েছিল ময়মনসিংহ বিভাগীয় শহরের একটি অডিটোরিয়ামে। ময়মনসিংহ অঞ্চল ছাড়াও অন্যান্য জেলা থেকে আগত নবীন ও প্রবীণ শ্রোতাদের আগমন জমকালো আয়োজনের এই অনুষ্ঠানটি ছিল বেশ প্রাণবন্ত ও শ্রোতা মুখর।

সৌহার্দ্য, সম্প্রীতি আর প্রাণের এই মিলন মেলার মধ্যমণি রেডিও তেহরানের ব্রডকাস্ট জার্নালিস্ট আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব জনাব আশরাফুর রহমান-এর নিষ্ঠাময় প্রেরণার কারণেই অনুষ্ঠানটির সফল আয়োজন সম্ভব হয়েছে। এ প্রসঙ্গে আশরাফুর রহমানকে নিয়ে একটি কথা বলতেই হয়। বিদ্যা, মেধা, দক্ষতা, প্রাঙ্গতা আর ব্যক্তিত্বে তিনি আমাদের নাগালের অনেক বাইরে; কিন্তু ভালোবাসায়, উদারতায় তিনি সবসময় আমাদের হৃদয়ের সন্নিকটে।

রেডিও তেহরানের এই মহতী উদ্যোগের মাধ্যমে লাখো শ্রোতা রেডিও তেহরানকে তাদের যাপিত জীবনের সাথে সঙ্গী করে নিয়েছে। আশাকরি শর্টওয়েভ সম্প্রচার জোরদার করে রেডিও তেহরান এক যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে দেশ-বিদেশের লাখো শ্রোতার মনের মণিকোঠায় নতুন করে জায়গা করে নেবে। এই শুভকামনায় আজ এ পর্যন্তই ইতি টানছি।

 

ধন্যবাদান্তে,

হারুন অর রশীদ 

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব। 

গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী 

থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।