'২০২০ সালে কিছুক্ষেত্রে আমূল পরিবর্তন আনে রেডিও তেহরান'
https://parstoday.ir/bn/news/letter-i85520
প্রিয় রেডিও তেহরান পরিবার, সালাম নিন।আশা করি ভালো আছেন। আর হ্যা্ঁ, আমিও ভালো। রেডিও তেহরান আমি ইরাক যুদ্ধের সময় হতে নিযমিত শুনে ও লিখে আসছি।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২০ ০৭:৩১ Asia/Dhaka
  • '২০২০ সালে কিছুক্ষেত্রে আমূল পরিবর্তন আনে রেডিও তেহরান'

প্রিয় রেডিও তেহরান পরিবার, সালাম নিন।আশা করি ভালো আছেন। আর হ্যা্ঁ, আমিও ভালো। রেডিও তেহরান আমি ইরাক যুদ্ধের সময় হতে নিযমিত শুনে ও লিখে আসছি।

বিগত দিনে জমজম ম্যাগাজিন, অনুষ্ঠানসূচি ঈদ কার্ড পাঠাতেন। যা শ্রোতাদের উৎসাহের খোরাক হিসেবে বিবেচিত হতো। এসব পাঠানো যখন বন্ধ হয়ে গেল তখনই ঝিমিয়ে পড়ে শ্রোতারা। তবে ২০২০ সালে কিছুক্ষেত্রে আমূল পরিবর্তন আনে রেডিও তেহরান। শ্রোতারা ফিরে আসে আগের মতো রেডিও তেহরান শোনার স্বাদ পেতে।

আমিও এর ব্যতিক্রম নই। নিয়মিত ফেসবুক লাইভ ও ওয়েবসাইটে উঁকি মারি। এটা যে আমার ডি এক্সিং জগতের রেডিও তেহরানের প্রতি অগাধ ভালোবসা।

বর্তমানের সূচি ভালোই তবে দক্ষিণ এশিয়ার খবরের দিকে আরো বেশী মনোযোগ দেয়া উচিত বলে আমি মনে করি।

শর্টওয়েভ হচ্ছে একজন ডিএক্সার কাছে বইয়ের মত। পাতা উল্টাতেই ভালো লাগে।সেটা হতে আমরা ঢাকাবাসী বঞ্চিত। আশা করি এই সমস্যার সমাধান করবে রেডিও তেহরান। 

২০২১ সালে সীমিত আকারে বাংলাদেশে একটি শ্রোতা সম্মেলন এখন সময়ের দাবি। 

নতুন উদ্যমে ফিরে আসা শ্রোতাদের ও রেডিও তেহরান পরিবারকে জানাচ্ছি করোনা মুক্ত দিনের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।

 

বিনীত শ্রোতা

মোবারক হোসেন ফনি

সভাপতি, দিঘী বেতার শ্রোতা সংঘ

আকন্দের বাইদ, সাগরদিঘী

টাঙ্গাইল, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।